বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

গুরুর কাছ থেকে হারমোনিয়াম উপহার পেলেন কোনাল

শোবিজ প্রতিবেদক

গুরুর কাছ থেকে হারমোনিয়াম উপহার পেলেন কোনাল

বাবার চাকরি সূত্রে জীবনের একটা বড় সময় মরুর দেশ কুয়েতে কাটাতে হয়েছে সংগীতশিল্পী কোনালকে। গানের তালিমও নিয়েছেন সেখানে গুরু কেকা মুখোপাধ্যায়ের কাছে। ২০০৯ সালে বাংলাদেশে এসে চ্যানেল আইয়ের রিয়ালিটি শো সেরাকণ্ঠে নাম লিখিয়েই চ্যাম্পিয়ন হন। এরপরও বাবার সঙ্গে দেখা করতে প্রায়ই কুয়েত যাওয়া হতো তার। সম্প্রতি মাসখানেকের জন্য সেখানে যান তিনি। শৈশবে যে হারমোনিয়ামে গুরুর কাছে সংগীতে হাতেখড়ি নিয়েছিলেন, সেটি এবার গুরুর কাছ থেকে কোনাল উপহার হিসেবে পেয়ে গেছেন। এই উপহারটিকে জীবনের শ্রেষ্ঠ হিসেবে দেখছেন কোনাল। কুয়েতের সংগীতশিক্ষা প্রতিষ্ঠান ‘সংগীতালয়’ুএ গুরু কেকা মুখোপাধ্যায়ের কাছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতে তালিম নেন কোনাল। সংগীতালয় সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদের এবং এ পরিষদটি রবীন্দ্রভারতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। গুরুর হাতের পরশ লেগে থাকা এ বাদ্যযন্ত্রটি এখন কোনালের কুয়েতের বাসায়। আগামী ডিসেম্বরে তা বাংলাদেশে নিয়ে আসবেন। কোনাল বলেন, ‘গুরুর কাছ থেকে প্রথমে যখন শুনলাম তখন আমি হতবাক হয়ে গিয়েছিলাম। আমরা ব্যাচমেটরা ও আমাদের পরে অনেকেই ওটায় ফিঙ্গারিং শিখেছিলাম। এটা শুধু একটা বাদ্যযন্ত্রই নয়, একটা দায়িত্ব। কিরানা ঘরানায় গুরু-শিষ্যকে হারমোনিয়াম তুলে দেওয়া মানে, তার কাঁধে অনেক বড় দায়িত্ব তুলে দেওয়া। অন্যদের শেখাতে পারব কিনা জানি না, তবে পরবর্তী প্রজন্মকে সংগীতশিক্ষা দেব।      

সর্বশেষ খবর