রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গা ইস্যু নিয়ে জাভেদ আখতার ও শাবানা আজমীর সেই খোলা চিঠি

রোহিঙ্গা ইস্যু নিয়ে জাভেদ আখতার ও শাবানা আজমীর সেই খোলা চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়ে লেখা চিঠিতে আরও ছয় বিশিষ্ট বিশ্ব ব্যক্তিত্ব স্বাক্ষর করেছেন। চিঠিতে নতুন স্বাক্ষরকারীরা হলেন সংগীত তারকা বুনো, মানবাধিকার কর্মী রিচার্ড কার্টিস, শিক্ষাবিদ ও খান একাডেমির প্রতিষ্ঠাতা সালমান খান, মানবাধিকার কর্মী আসমা জাহাঙ্গীর, কবি ও গীতিকার জাভেদ আখতার, ভারতীয় অভিনেত্রী ও মানবাধিকার কর্মী শাবানা আজমী।

১৩ সেপ্টেম্বর লেখা ওই খোলা চিঠিটি লিখেন ১২ নোবেল জয়ীসহ ৩০ জন বিশিষ্ট বিশ্ব ব্যক্তিত্ব। চিঠিতে মিয়ানমার থেকে শরণার্থী প্রবাহ বন্ধ ও তাদের ফিরিয়ে নেওয়া, রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান, জাতিসংঘের ট্রানজিট ক্যাম্প স্থাপন ও পীড়িত এলাকা পরিদর্শনসহ সাত দফা সুপারিশ তুলে ধরা হয়। খোলা চিঠিতে স্বাক্ষর করেন নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বেটি উইলিয়ামস, মেইরিড মাগুইর, আর্চবিশপ, ডেসমন্ড টুটু, অসকার আরিয়াস সানচেজ, জোডি উইলিয়ামস, শিরিন এবাদি, লেইমাহ বোয়ি, তাওয়াক্কল কারমান, মালালা ইউসুফজাই, স্যার রিচার্ড জে. রবার্টস ও এলিজাবেথ ব্ল্যাকবার্ন। ওই ১২ নোবেল জয়ীর সঙ্গে আরও স্বাক্ষর করেন মালয়েশিয়ার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ হামিদ আলবার, ইতালির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এমা বোনিনো, ব্যবসায়ী নেতা ও সমাজসেবী স্যার রিচার্ড ব্র্যানসন, নরওয়ের প্রাক্তন প্রধানমন্ত্রী গ্রো হারলেম ব্রান্ডটল্যান্ড, উদ্যোক্তা ও সমাজসেবী মো ইব্রাহীম, মানবাধিকার কর্মী কেরি কেনেডি, লিবীয় নারী অধিকার প্রবক্তা, এসডিজি সমর্থক আলা মুরাবিত, ব্যবসায়ী নেতা নারায়ণ মূর্তি,  থাইল্যান্ডের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী কাসিত পিরোমিয়া, আসিয়ানের প্রাক্তন মহাসচিব সুরিন পিটসুয়ান, ব্যবসায়ী নেতা, এসডিজি সমর্থক পল পোলম্যান, আয়ারল্যান্ডের প্রাক্তন প্রেসিডেন্ট ম্যারি রবিনসন, জাতিসংঘ সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন্স নেটওয়ার্ক পরিচালক জেফরে ডি. সাচ, অভিনেতা ফরেস্ট হুইটেকার এবং ব্যবসায়ী নেতা ও সমাজসেবী জোকেন জাইটজ।

সর্বশেষ খবর