মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে চলচ্চিত্র পরিবারের মানববন্ধন

শোবিজ প্রতিবেদক

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে চলচ্চিত্র পরিবারের মানববন্ধন

মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চলচ্চিত্রের ১৮ সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবার। সোমবার দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। আর তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শিল্পী ঐক্যজোট। মানববন্ধনে চিত্রনায়ক ফারুক বলেন, ‘মিয়ানমারের নেত্রী সু চি একজন পুতুল। আর পুতুলের হাতে কখনো নোবেল পুরস্কার দিতে নেই। ধিক্কার জানাই এমন নিষ্ঠুর ব্যক্তিকে। রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য দেশনেত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানাই। এটা নিয়ে রাজনৈতিক কোনো কাদা ছোড়াছুড়ি না করার আহ্বান জানাচ্ছি।’

মানববন্ধনে আরও অংশ নেন আমজাদ হোসেন, ছটকু আহমেদ, সুজাতা, রোজিনা, অঞ্জনা, রিয়াজ, ফেরদৌস, জায়েদ খান, মিশা সওদাগর, বদিউল আলম খোকন, ডি এ তায়েব, জি এম সৈকত, অপ্সরা সুহি, সুজন রাজা, শারমি বৃষ্টি, রুবেল, গুলজার, নিপুণ, হেলাল খান, আমিন খান, সাইমন, বজলুর রশিদ চৌধুরী, মোহাম্মদ হোসেন জেমি প্রমুখ। তারা প্রত্যেকেই রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন অভিযান, নিপীড়নের অবসান ও গণহত্যা বন্ধে অবিলম্বে জাতিসংঘের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে চলচ্চিত্রের শিল্পী-নির্মাতারা রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ করে দ্রুত মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার দাবি জানান।

সর্বশেষ খবর