মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সুচন্দার অন্যরকম দিন আজ

শোবিজ প্রতিবেদক

সুচন্দার অন্যরকম দিন আজ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার কোহিনূর আক্তার সুচন্দার অন্যরকম একটি দিন আজ। ১৯৪৭ সালের ১৯ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন যশোরে। সুচন্দা ১৯৬৫ সালে প্রথম অভিনয় করেন কাজী খালেকের একটি প্রামাণ্যচিত্রে। সুভাষ দত্ত পরিচালিত ‘কাগজের নৌকা’র মাধ্যমে ১৯৬৬ সালে তার চলচ্চিত্রে অভিষেক। ১৯৬৭ সালে  জহির রায়হান নির্মিত চলচ্চিত্র ‘বেহুলা’য় অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবি হলো- জীবন থেকে নেয়া, চাওয়া পাওয়া, নয়নতারা, সুয়োরানী দুয়োরানী, যে আগুনে পুড়ি, কাচের স্বর্গ, অশ্রু দিয়ে লেখা, কুঁচবরণ কন্যা, মনের মত বৌ প্রভৃতি। বেশ কয়েকটি উর্দু ছবিতে অভিনয় এবং পাকিস্তান থেকে সম্মাননাও পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনা, পরিচালনাও করেছেন। তার স্বামী জহির রায়হানের জীবদ্দশায় টাকা আনা পাই ও প্রতিশোধ চলচ্চিত্র দুটি প্রযোজনা করেন। এছাড়াও তিনকন্যা, বেহুলা লখীন্দর, বাসনা, সবুজ কোট কালো চশমা ও প্রেমপ্রীতি চলচ্চিত্রগুলো প্রযোজনা করেন। তার পরিচালিত প্রথম সিনেমা ‘সবুজ কোট কালো চশমা’। ২০০৫ সালে স্বামী জহির রায়হানের ‘হাজার বছর ধরে’ উপন্যাসের আলোকে চলচ্চিত্র নির্মাণ করেন এবং সেরা প্রযোজক ও পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। সুচন্দা আজ তার জন্মদিন কাটাবেন দুই বোন ববিতা, চম্পা, ছেলেমেয়ে আর নাতি-নাতনিদের নিয়ে একান্তই ঘরোয়াভাবে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর