মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গা প্রসঙ্গে অ্যাঞ্জেলিনা

শোবিজ ডেস্ক

রোহিঙ্গা প্রসঙ্গে অ্যাঞ্জেলিনা

নির্যাতিত মুসলিম রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিয়ে নাগরিক অধিকার দিতে বলেছেন আমেরিকান তারকা, অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা ও মানবিককর্মী অ্যাঞ্জেলিনা জোলি। রবিবার ওয়েল্ট অ্যাম সনট্যাগ নামে একটি সাপ্তাহিক পত্রিকার কাছে তিনি এ কথা বলেন। মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের ওপর চলমান সহিংসতার ঘটনায় নিন্দাও জানিয়েছেন তিনি। একই সঙ্গে রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ঘটনায় দেশটির সরকার ও নোবেলজয়ী নেত্রী অং সান সু চিকে আর বেশি চুপ না থাকার আহ্বান জানিয়েছেন। অ্যাঞ্জেলিনা বলেন, এটা পরিষ্কার যে, দেশটির সেনাবাহিনী এই সহিংসতা চলাচ্ছে, এটা বন্ধ হওয়া দরকার। রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফিরে যেতে অনুমতি দেওয়া প্রয়োজন এবং তাদের নাগরিক অধিকার দেওয়া উচিত। আমরা চাই এই পরিস্থিতিতে অং সান সু চি মানবাধিকারের কণ্ঠস্বর হয়ে উঠবেন- বলেন জোলি। সহিংসতার জন্য সু চি নিন্দা প্রকাশ না করায় কঠোরভাবে সমালোচিত হয়েছেন বলেও জানান তিনি। এদিকে জাতিসংঘের সর্বশেষ তথ্য মতে, মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতায় গত ২৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশ ঠাঁই নিয়েছে। কক্সবাজারের টেকনাফসহ বিভিন্ন সীমান্ত দিয়ে নাফ নদ পার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে।

 

সর্বশেষ খবর