বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে সংবাদ

সংস্কার হলো নায়করাজের সম্মাননা ফলক

আলাউদ্দীন মাজিদ

সংস্কার হলো নায়করাজের সম্মাননা ফলক

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের শুভেচ্ছা দূত মনোনীত হয়েছিলেন দেশি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। তার এ অর্জনকে সম্মান জানিয়ে ২০০১ সালে এফডিসি কর্তৃপক্ষ এফডিসিতে নায়করাজের সম্মানে একটি সম্মাননাফলক স্থাপন করে। এরপর বহু বছর ধরে অযত্ন-অবহেলায় পড়েছিল ফলকটি। শেওলা আর আগাছায় ঢাকা পড়ে যায়। ফলকের লেখাও প্রায় মুছে যায়। এ নিয়ে গত ২৪ জুলাই বাংলাদেশ প্রতিদিনের শোবিজ বিভাগে ‘এফডিসিতে অযত্ন-অবহেলায় নায়করাজের সম্মাননা ফলক’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এরপরেও টনক নড়েনি এফডিসি কর্তৃপক্ষের। শেষ পর্যন্ত চলচ্চিত্র শিল্পী সমিতি ফলকটির সংস্কারের উদ্যোগ গ্রহণ করে। আর এ কাজের তত্ত্বাবধান করেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। জায়েদ খান বলেন, রাজ্জাক স্যারের এত বড় অর্জনের এ ফলকটি অযত্ন-অবহেলায় পড়ে থাকা লজ্জা আর দুঃখের। সেই লজ্জা আর দুঃখ মোচনে ফলকটি সংস্কার করেছি। জায়েদ খানের এ মহতী উদ্যোগের জন্য বাংলাদেশ প্রতিদিনের শোবিজ বিভাগ তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। জায়েদ জানান, ফলকটির সংস্কারের কাজ দেখে গেছেন নায়করাজের বড় ছেলে বাপ্পারাজ। তিনি শিল্পী সমিতিকে ধন্যবাদও জানিয়েছেন।  

 

সর্বশেষ খবর