শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

অজানা পরী

আলাউদ্দীন মাজিদ

অজানা পরী

ঢালিউডের সুন্দরী নায়িকা পরীমণির অভিনয় শুরু হয়েছিল ‘ছেলে’ চরিত্র রূপায়ণের মধ্য দিয়ে। ২০১৫ সালের ডিসেম্বরে নির্মাতা শাহ আলমের ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন পরী। স্কুল জীবনে প্রথম অভিনয়ে হাতে খড়ি তার। পরীর অভিনয়ে আসার নেপথ্যের গল্প শুনিয়েছিলেন তার নানুভাই শামসুল হক গাজী। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘পিরোজপুরের মঠবাড়িয়া স্কুলে শিক্ষকতা করি। ওই স্কুলে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম ছাত্রী হিসেবে প্রথম বিভাগ পেয়েছিল পরীর আম্মা। তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার। পরীর যখন তিন বছর বয়স তখন তার মা মারা যায়। পরীর মায়ের স্বপ্ন আমি পরীকে নিয়ে দেখতে থাকি।’ তিনি আরও বলেছিলেন, ‘পরী যখন আমার স্কুলে নবম শ্রেণির ছাত্রী মুক্তিযুদ্ধ-ভিত্তিক একটি নাটিকায় অভিনয়ের জন্য আমার আরেক নাতনি স্বর্ণা ও পরীকে নির্বাচিত করি। পরী করেছিল ছেলের চরিত্র আর স্বর্ণা মেয়ের। ওই নাটকে পরীর স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের এতটাই মুগ্ধ করেছিল যে, আমি বিস্মিত হয়েছিলাম। তখনই ভেবেছিলাম, পরী অভিনয় দিয়ে অনেক দূর এগোতে পারবে।’ পরীর নানা আরও বলেছিলেন, ‘আমার বিশ্বাস দর্শক পরীর মুক্তিপ্রাপ্ত ছবিগুলো দেখে তার কিছুটা হলেও প্রমাণ পেয়েছেন।’ পরীর প্রকৃত নাম শামসুন্নাহার স্মৃতি। ছোটবেলায় মা সালমা সুলতানাকে হারানোর পর পরী বেড়ে উঠেছেন পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছে। এসএসসি পর্যন্ত বরিশালেই পড়াশোনা করেছেন। সেখান থেকেই তিনি তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেন। ২০১১ সালে ঢাকায় চলে আসেন এবং বাফায় নাচ শেখেন। পরীমণির জন্ম সাতক্ষীরায় ১৯৯২ সালের ২৪ অক্টোবর। মডেল ও অভিনেত্রী হিসেবে ইতিমধ্যে দর্শক নজর কেড়েছেন তিনি। ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি। পরীমণি মডেলিংয়ের মাধ্যমে তার মিডিয়া জীবন শুরু করেন। বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন। মডেলিং থেকে ছোটপর্দায় এবং তারপর রুপালি পর্দায় অভিনয় শুরু তার। অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকের মাধ্যমে। তিনি সেকেন্ড ইনিংস, এক্সক্লুসিভ, এক্সট্রা ব্যাচেলর, নারী ও নবনীতা তোমার জন্য এ চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। এর মধ্যে জাকারিয়া সৌখিন রচিত ‘নারী’ ও ‘নবনীতা তোমার জন্য’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন পরীমণি। পরী বলেন, ‘আমার জন্য সবাই দোয়া করবেন। যেন দর্শকদের পছন্দের চরিত্রগুলোতে অভিনয় করতে পারি, সবার ভালোবাসা নিয়ে সামনে এগোতে পারি আর নানু ভাইয়ের স্বপ্ন পূরণ করতে পারি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর