শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

শাকিরার চমক

শোবিজ ডেস্ক

শাকিরার চমক

কলম্বিয়ান স্বর্ণকেশী কণ্ঠশিল্পী শাকিরাকে নতুন করে চিনিয়ে দেওয়ার কিছু নেই। স্পেনিশ ও ইংরেজি দুই ভাষায় গান করতে পারদর্শী এই শিল্পী সম্প্রতি প্রকাশ করেছে নতুন একটি গানের ভিডিও। নাম ‘পেরো ফিয়েল’। যা হয় বরাবর, গানটি মুক্তি পাওয়ার পরপরই আবার আলোচনায় শাকিরা! চোখ ধাঁধানো সোনালি রঙের পোশাকে শরীর রাঙিয়ে নিজের ট্রেডমার্ক নাচে আবার ভক্ত-শ্রোতাদের মন জয় করেছেন তিনি। ‘পেরো ফিয়েল’ শব্দের অর্থ বিশ্বস্ত কুকুর। গানের শিরোনামের সঙ্গে মিল রাখতেই কি না কে জানে, এই গানে শাকিরাকে দেখা গেছে একপাল কুকুর নিয়ে গাইতে। নিকি জ্যামের সঙ্গে জুটি বেঁধে শাকিরার এই গানটি ইতিমধ্যে ইউটিউবে দেখা হয়েছে দুই কোটির বেশিবার। ‘পেরো ফিয়েল’ গানটি মুক্তি পেয়েছিল আগেই, অফিশিয়াল ভিডিও মুক্তি পেল একটু দেরিতে। শাকিরার জন্ম কলম্বিয়ায়। শুধু গান নয়, গান আর নাচ দুটোতেই ছোটবেলা থেকেই সমান পারদর্শী ছিলেন এই শিল্পী। লেখক বাবার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে মাত্র চার বছর বয়সে লিখেছিলেন প্রথম কবিতা আর সাত বছর বয়সে লিখেছিলেন প্রথম গান। তারপর টুকটাক গান শৈশবের চৌকাঠ পেরোনোর পর থেকেই গাইতেন।

নিজের শহরের ছোট গণ্ডির ভিতর বেশ প্রশংসাও পান। তার প্রথম অ্যালবাম মুক্তি পায় যখন, তখন তার বয়স মাত্র ১৩। তারপর আস্তে আস্তে পরিশ্রম ও চেষ্টা দিয়ে উঠে এসেছেন এত দূর। নিজেকে পৌঁছে দিয়েছেন নতুন এক উচ্চতায়। শুধু গান গাওয়াই নয়, বিশ্বের দারিদ্র্য বিমোচন ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ দেওয়ার জন্যও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই গায়িকা। ইউনিসেফের শুভেচ্ছাদূত তিনি, কাজের জন্য পেয়েছেন জাতিসংঘের পুরস্কার। ব্যক্তিগত জীবনে তিনি জুটি বেঁধেছেন স্পেনের জাতীয় দলের ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে, যার সঙ্গে পরিচয় হয় ২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের ‘ওয়াকা ওয়াকা’ গানের শুটিংয়ের সময়। পরিচয় থেকেই প্রণয়ের সূত্রপাত। ‘ওয়াকা ওয়াকা’ গান দিয়ে সে সময় বিশ্ব কাঁপিয়ে দিয়েছিলেন শাকিরা। ইউটিউবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যায় দেখা গানের মধ্যে এটি অন্যতম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর