রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

হার্ডিঞ্জ ব্রিজে ইত্যাদি

শোবিজ প্রতিবেদক

হার্ডিঞ্জ ব্রিজে ইত্যাদি

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে পাবনা জেলার ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে। পেছনে হার্ডিঞ্জ ব্রিজ, সামনে লালন শাহ ব্রিজ আর মাঝখানে পাবনার বিভিন্ন উল্লেখযোগ্য স্থাপনা ও বৈশিষ্ট্যকে কেন্দ্র করে নির্মিত ইত্যাদির মঞ্চ। শুধু অনুষ্ঠান নির্মাণেই নয়, স্থান নির্বাচনেও রয়েছে হানিফ সংকেতের ক্ষুরধার বুদ্ধিমত্তা ও তীক্ষ পর্যবেক্ষণ। তার প্রমাণ পদ্মার তীরে হার্ডিঞ্জ ব্রিজের নিচে ইত্যাদি অনুষ্ঠান ধারণ। এবারের পর্বটি ধারণ করা হয়েছে গত ১৯ সেপ্টেম্বর। বৈরী আবহাওয়া সত্ত্বেও বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ সময় ধরে আমন্ত্রিত দর্শকরা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছেন ইত্যাদির নান্দনিক সব পর্ব। শেকড় সন্ধানী ইত্যাদিতে সব সময়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচারবিমুখ, জনকল্যাণে নিয়োজিত মানুষদের খুঁজে এনে তাদের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। এ ছাড়াও থাকে দেশি-বিদেশি অচেনা-অজানা স্থানকে নিয়ে তথ্যভিত্তিক শিক্ষামূলক প্রতিবেদন। এবারের পর্বে রয়েছে পাবনার ইতিহাস, ঐতিহ্য এবং মহানায়িকা সুচিত্রা সেনের ওপর একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন।

এবারের ইত্যাদিতে গান গেয়েছেন বাপ্পা মজুমদার ও তার দলছুট দল, অভিনেতা চঞ্চল চৌধুরী।

ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে আছেন যথারীতি রানা ও মামুন। গণমানুষের প্রিয় অনুষ্ঠান ইত্যাদির এই পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ২৯ সেপ্টেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি স্পন্সর করেছে কেয়া কসমেটিকস্ লিমিটেড।

সর্বশেষ খবর