মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’

তারকাবহুল নতুন সংগঠনের আত্মপ্রকাশ

শোবিজ প্রতিবেদক

তারকাবহুল নতুন সংগঠনের আত্মপ্রকাশ

ঢাকাই চলচ্চিত্রে আরেকটি নতুন সংগঠনের জন্ম হলো। প্রযোজক নাসিরউদ্দিন দিলুকে সভাপতি ও চলচ্চিত্রকার কাজী হায়ােক সাধারণ সম্পাদক করে গঠিত এই সংগঠনের নাম ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’। গতকাল দুপুরে ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে ২৯ সদস্যবিশিষ্ট তারকাবহুল এই কমিটির ঘোষণাপত্র পাঠ করে কাজী হায়াৎ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে এবং অনুপ্রেরণায় গড়ে উঠা বাংলাদেশের চলচ্চিত্রকে মুক্তিযুদ্ধের অনুপ্রেরণায় এগিয়ে নেওয়া, এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পী, নির্মাতা, প্রযোজক,  প্রদর্শক ও কলাকুশলীদের স্বার্থ, অধিকার ও মর্যাদা রক্ষায় ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’ একটি অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। চলচ্চিত্র শিল্পের সব শাখার উন্নয়নে এই ফোরাম অগ্রণী ভূমিকা পালন করবে। পরে তিনি কমিটির চূড়ান্ত তালিকা ঘোষণা করেন। কমিটিতে আছেন- সভাপতি নাসিরউদ্দিন দিলু, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, নাদের চৌধুরী, ড্যানি সিডাক, নাদির খান, সেলিম খান। সাধারণ সম্পাদক কাজী হায়াৎ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল কিবরিয়া লিপু। সাংগঠনিক সম্পাদক ইকবাল। সহসাংগঠনিক সম্পাদক রমিজউদ্দিন। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক অভিনেত্রী নতুন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মৌসুমী। দফতর সম্পাদক জাহিদ হোসেন। কোষাধ্যক্ষ কামরুজ্জামান কমল। ১৫ সদস্যের কার্যনির্বাহী সদস্যরা হলেন- শাকিব খান, শবনম বুবলী, আবদুল আজিজ, ওমর সানী, অমিত হাসান, বিদ্যা সিনহা মিম, ববি, কাজী মারুফ, নানা শাহ, শিবা সানু, ডিজে সোহেল, হাফিজুর রহমান সুরুজ, বড়ুয়া মনোজিত ধীমান, সিরাজুল ইসলাম ও অজিত নন্দী। এদিকে সেলিম খান জানান, তিনি এই  ফোরামে নেই। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। এছাড়া সুবর্ণা মুস্তাফা, মেহের আফরোজ শাওন, ওমর সানী, সৌদ, সৈয়দ হাসান ইমামসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নুসরাত ফারিয়া ও মৌসুমী।

 

সর্বশেষ খবর