বুধবার, ৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশকে ডেমির ধন্যবাদ

শোবিজ প্রতিবেদক

বাংলাদেশকে ডেমির ধন্যবাদ

বিখ্যাত গায়িকা ডেমি লোভেটোর ষষ্ঠ একক অ্যালবাম ‘টেল মি ইউ লাভ মি’ এখন চাহিদার দিক দিয়ে বিশ্বের ৪০টি দেশে শীর্ষে আছে। এ তালিকায় আছে বাংলাদেশও! তাই বাংলাদেশকে আলাদাভাবে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ডেমি লোভেটো অন্যদিকে গ্র্যামি মনোনীত গায়িকা। গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডেমি লোভেটোর অফিসিয়াল পেজে একটি ছবি পোস্ট করা হয়েছে। এর ওপরে লেখা ‘থ্যাংক ইউ বাংলাদেশ’। নিচে বক্সের ভিতর ২৫ বছর বয়সী এই গায়িকার ছবি, তার ওপর উল্লেখ করা ‘হ্যাশ ওয়ান’। একেবারে নিচে দেওয়া আছে অ্যালবামের নাম। ছবিটির পোস্টে অ্যালবামটি চাহিদার দিক দিয়ে এক নম্বরে জানিয়ে ডেমি লিখেছেন, ‘বাংলাদেশে এক নম্বর!!! এই অর্জনের জন্য প্রত্যেককে ধন্যবাদ। আপনাদের ভালোবাসি।’ পেজটিতে লাইকের সংখ্যা ৩ কোটি ৭৭ লাখ ১৫ হাজার ৪১৯টি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছবিটিতে লাইক পড়েছে ৮ হাজার ৩০০টি। এটি শেয়ার হয়েছে ৯৩২ বার। কমেন্ট এসেছে ৯২৯টি। এগুলোর বেশিরভাগেই বাংলাদেশিদের অনেকে ডেমির গানের প্রশংসা করেছেন। এর আগে একই ছবি পোস্ট করে ডেমি লোভেটো জানান, ‘টেল মি ইউ লাভ মি’ এখন চাহিদার দিক দিয়ে বিশ্বের ৪০টি দেশে শীর্ষে আছে।  

 

সর্বশেষ খবর