শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সনেট প্রসঙ্গে মুখ খুললেন বাঁধন

শোবিজ প্রতিবেদক

সনেট প্রসঙ্গে মুখ খুললেন বাঁধন

বাঁধন-সনেট দম্পতির বিচ্ছেদ হয় আজ থেকে প্রায় তিন বছর আগে। মেয়ে সায়রাকে নিয়ে ভালোই যাচ্ছিল বাঁধনের দিন। কিছুদিন আগে তার সাবেক স্বামী আবার বিয়ে করেন। সনেট ও তার নতুন স্ত্রী সায়রাকে কানাডা নিয়ে যেতে চান। মা হিসেবে নিজের অধিকার রক্ষায় আদালতে মামলা করেছেন এই মডেল-অভিনেত্রী। আর এই নিয়ে বিভিন্ন অনলাইনে সাক্ষাৎকার দিয়েছেন সনেট। সব কিছু নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাজ দিয়েছেন বাঁধন। পাঠকদের জন্য নিম্নে তা তুলে ধরা হলো—

গত কয়েকদিনে অনলাইন, পত্রিকাসহ কিছু গণমাধ্যমে আমাকে নিয়ে মাশরুর সিদ্দিকী সনেটের নানা কুৎসামূলক মন্তব্যকে উপজীব্য করে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সম্প্রতি সেগুলো আমার দৃষ্টিগোচর হয়। আসলে এসব প্রতিবেদনে তার যেসব উদ্ধৃতির উল্লেখ রয়েছে তা দেখে আমি স্তম্ভিত ও হতবাক হয়ে গেছি। এমন মিথ্যাচার ও নোংরামি কীভাবে সম্ভব কোনো সভ্য মানুষের পক্ষে? এতদিন আমি ও আমার মেয়ের প্রতি মাশরুর সিদ্দিকী সনেট যে অপরিসীম অবহেলা ও দায়িত্বহীনতা দেখিয়েছেন, মা হিসেবে আমি শুধু আমার মেয়ের মানসিক দিকের কথা ভেবে সে বিষয়গুলো সব সময় চেপে গেছি। তিনি যে চরিত্রহননের মাধ্যমে আমাকে দুর্বল করে দিয়ে আমাকে আমার মেয়ের কাছ থেকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে এসব করছেন, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গেছে। আমার মেয়েকে ছিনিয়ে নেওয়ার হুমকি পাওয়ার পর থেকে, যে কোনো সময়ই আমার মেয়েকে অপহরণ করা হতে পারে, এমন আতঙ্ক আমাকে গ্রাস করছে। সব মিলিয়ে আমার মনে তীব্র শঙ্কা সৃষ্টি হয়েছে। আমি তাদের জানিয়ে রাখতে চাই, আমার মেয়েকে নিয়ে যাওয়ার হুমকি পাওয়ার পর আইনানুগ রাস্তায় হাঁটা ছাড়া আমার হাতে কোনো সভ্য বিকল্প ছিল না। আমি এ বিষয়ে অবশেষে একটি মামলা দায়ের করেছি। আমি আশা করি, এই পরিস্থিতিতে আমার গণমাধ্যমের বন্ধুরা আমাদের পাশে সব সময় থাকবে।

সর্বশেষ খবর