সোমবার, ৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

দক্ষিণ আফ্রিকা ও ভারতের চলচ্চিত্র উৎসবে ‘ভুবন মাঝি’

শোবিজ প্রতিবেদক

ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে নির্মাতা ফাখরুল আরেফিনের  ছবি ‘ভুবন মাঝি।’ এবার দক্ষিণ আফ্রিকা ও ভারতের আরও দুই চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন এর নির্মাতা। ভারতের অল লাইটস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে ছবিটি। এটি প্রদর্শিত হবে ৩ ডিসেম্বর। দক্ষিণ আফ্রিকার কেপটাউন ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হবে সিনেমাটি। নির্মাতা ফাখরুল আরেফিন বলেন, ‘কেপটাউন ফেস্টিভ্যালে এই প্রথম কোনো বাংলাদেশের সিনেমা নির্বাচিত হয়েছে। বিষয়টি আমাকে আনন্দিত করেছে। রামুজিতে এই বছর বাংলাদেশ থেকে একমাত্র সিনেমা এটি। তাই এটাও অনেক আনন্দের।’ সত্য ঘটনা অবলম্বনে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই ছবি। আশা করছি বিদেশি দর্শকদের ছবিটি ভালো লাগবে।

 

সর্বশেষ খবর