বুধবার, ১১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

‘পদ্মাবতী’র ট্রেলারে বাজিমাত

শোবিজ ডেস্ক

‘পদ্মাবতী’র ট্রেলারে বাজিমাত

বলিউডে বহুল আলোচিত-সমালোচিত সিনেমা সঞ্জয় লীলা বানসালীর ‘পদ্মাবতী’র ট্রেলার মুক্তি দেওয়ার মধ্য দিয়ে ইতিহাসকে স্মরণ করা হয়েছে। পূর্বের ঘোষণা অনুযায়ী সোমবার ১৩.০৩ মিনিটে ট্রেলারটি মুক্তি দেওয়া হয়। ১৩.০৩ মিনিটে কেন ট্রেলারটি মুক্তি দেওয়া হলো? এর জবাব হচ্ছে- ১৩০৩ সালের ২৮ জানুয়ারি দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি রাজা রাওয়াল রতন সিংয়ের চিতোরের দুর্গ দখলের উদ্দেশ্যে রওনা দেন। যদিও প্রথমে গিয়েই চিতোর দখল করা সম্ভব হয়নি। টানা ৮ মাস প্রতিরোধের পর শেষ পর্যন্ত চিতোরের দুর্গ দখল করেই ফেলেন দিল্লির সুলতান খিলজি। জি-নিউজের খবরে বলা হয়, জহর ব্রত পালনের মাধ্যমে দুর্গের নারীদের নিয়ে আত্মাহুতি দেন রানী পদ্মিনী। সালটা ছিল সেই ১৩০৩। সেই ১৩০৩ সাল ধরেই ১৩.০৩ মিনিটে পদ্মাবতীর ট্রেলার মুক্তি দিয়ে মূলত ইতিহাসকেই স্মরণ করা হয়েছে। ছবিতে রানী পদ্মাবতী চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। আলাউদ্দিন খিলজি ও রাজা রাওয়াল রতন সিংয়ের ভূমিকায় দেখা যাবে রণবীর সিং ও শহিদ কাপুরকে। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। 

সর্বশেষ খবর