রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

শিশুতোষ নাটক টিরিগিরি টক্কা

শোবিজ প্রতিবেদক

শিশুতোষ নাটক টিরিগিরি টক্কা

‘টিরিগিরি টক্কা’ একটি শিশুতোষ ধারাবাহিক নাটক। নাটকটি রচনা করেছেন এস আসলাম লিটন। পরিচালনা করেছেন তৌহিদ বিপ্লব খান। সায়েন্স ফিকশন ধাঁচে দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে শিশুদের কাছে তথা নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়া, এসবের গুরুত্ব অনুধাবন করা, শিশুদের মধ্যে পারিবারিক-সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতা গড়ে তোলার বিষয়গুলো প্রাধান্য পেয়েছে এই ধারাবাহিকে। দেশীয় ভাষা-সংস্কৃতির প্রতি শিশুদের আকৃষ্ট করার  প্রয়াস রয়েছে এই ধারাবাহিকে। নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলেন মামা। এই চরিত্রে অভিনয় করেছেন সুজাত শিমুল। কবির বড়বোন চরিত্রে শামীমা তুষ্টি, বোনের জামাই আদনান ফারুক হিল্লোল, কাজের মেয়ে, দারোয়ানসহ অন্যান্য সব চরিত্র। নাটকটিতে রয়েছে একটি এলিয়েনের চরিত্র। বাড়ির সবাই নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে হঠাৎ হঠাৎ ধারণ করেন সেই এলিয়েন চরিত্র। অন্ধ-কুসংস্কার থেকে শুরু করে সামাজিক ও পারিবারিক জীবনের নানা অপসংস্কৃতি ও অন্ধত্বতা দূর করে দেয় সেই এলিয়েন চরিত্রটি। নাটকটি আজ থেকে দুরন্ত টিভিতে প্রচার শুরু হবে।

 

সর্বশেষ খবর