মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

নবনীতার মঞ্চ নিয়ে কথা

শোবিজ প্রতিবেদক

নবনীতার মঞ্চ নিয়ে কথা

সংস্কৃতি চর্চায় কি না সম্ভব? মানবিক বোধ জাগ্রত করা, সচেতন হওয়া, দেশপ্রেম, সহিংসতা রোধ সবই সম্ভব সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে— বললেন নবনীতা চক্রবর্তী। পড়াশোনা চলছে রবীন্দ্র ভারতীতে অ্যাপ্লাইড থিয়েটারে। এ বছরই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নাটকে অনার্স শেষ করে স্কলারশিপ পেয়েছেন। নাটকের পাশাপাশি তিনি একজন ক্ল্যাসিক্যাল নাচের শিল্পী। অ্যাপ্লাইড থিয়েটারের মূল বিষয় হলো, জনসচেতনতা থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে এর সফল ব্যবহার করা যায়। নবনীতা চান, নাটকের নতুন মাত্রা যোগ করতে। আর তাই অ্যাপ্লাইড থিয়েটারের সঙ্গে নাচের সংমিশ্রণে নতুন কিছু দাঁড় করাতে। যে নাটকে নাচ, সাউন্ড, ডায়ালগ সবই থাকবে। নীলফামারীর মেয়ে নবনীতা ১৫ দিনের ছুটিতে বাংলাদেশে এসেছেন। এর মাঝে নীলফামারী শিল্পকলা একাডেমিতে ৭ দিনের একটি কর্মশালার আয়োজন করেন। কর্মশালায় প্রদর্শিত নাটকগুলোর মূল উপজীব্য ছিল বিশ্বের শরণার্থী পরিস্থিতি। সেখানে অংশগ্রহণ করে স্কুল কলেজের অসংখ্য ছেলেমেয়ে। উপস্থিত ছিল সমাজের সব শ্রেণির গণ্যমান্যরা। নবনীতা আশা ব্যক্ত করেন— এই কর্মশালার মাধ্যমে নীলফামারীর প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে কিছুটা হলেও সচেতনতা সৃষ্টি করা সম্ভব হয়েছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর