মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

প্রস্তুতিতে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব

শোবিজ প্রতিবেদক

২০১২ সালে বাংলাদেশে প্রথম ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব’ আয়োজন করা হয়। এরপর থেকে প্রতি বছর শীতকালে পাঁচ দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় আবার শুরু হতে যাচ্ছে ষষ্ঠ ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব’। বরাবরের মতো এ উৎসবে বাংলাদেশসহ উপমহাদেশের বিখ্যাত শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। আগামী ১৮ অক্টোবর এই উৎসব নিয়ে থাকছে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের এদিন ইমেইল বার্তার মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে। উৎসবের সব বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনেই বলা হবে। তবে জানা যায়, আয়োজকরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। সেরে ফেলেছেন অনেক গুরুত্বপূর্ণ কাজ। শিল্পী নির্বাচনও প্রায় শেষ বলা যায়। এবারে তথ্যপ্রযুক্তিতেও থাকবে অনেক বৈচিত্র্য আর চমক। উৎসবকে শ্রোতা-দর্শকের কাছে আরও আকর্ষণীয় করতেই মূলত এই প্রচেষ্টা। তবে দিন, তারিখ ঠিক থাকলেও ভেন্যু জটিলতা দেখা দিয়েছে। তাই আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা হয়নি। বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে ও ব্লুজ কমিউনিকেশনসের ব্যবস্থাপনায় ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব বাংলাদেশ’ অনুষ্ঠিত হয় রাজধানীতে অবস্থিত আর্মি স্টেডিয়ামে। ষষ্ঠ বারের মতো আয়োজন করতে যাওয়া এবারের উৎসবের জন্য এখনো ভেন্যু বরাদ্দ পায়নি। সেজন্য সব প্রস্তুতি নিয়েও ভেন্যুর অপেক্ষায় তাকিয়ে থাকতে হচ্ছে উৎসব আয়োজকদের। সূত্রে জানা যায়, আর্মি স্টেডিয়াম বরাদ্দ না পেলে এবারের উৎসব চলে যেতে পারে দেশের বাইরেও। এই উৎসবের শিল্পী ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ভারতীয় প্রতিষ্ঠান পারফেক্ট হারমোনি গ্লোবাল উৎসবটি দক্ষিণ এশিয়ার যে কোনো একটি দেশের রাজধানীতে আয়োজন করবে। কারণ এরইমধ্যে শিল্পীদের ঠিক করা হয়ে গেছে। এখন তাদের শিডিউল ক্যান্সেল করে পেছনে যাওয়ার সুযোগ নেই আন্তর্জাতিক উৎসব ব্যবস্থাপনায় প্রশংসিত ওই প্রতিষ্ঠানটির।

 

সর্বশেষ খবর