বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সুস্থ হয়ে নির্দেশনায় ফিরতে চান শেখ রুনা

শোবিজ প্রতিবেদক

সুস্থ হয়ে নির্দেশনায় ফিরতে চান শেখ রুনা

সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন নাট্যনির্দেশক শেখ রুনা। গত ৮ সেপ্টেম্বর খুলনা থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জের ভাঙ্গায় মারাত্মক সড়ক দুর্ঘটনার মুখোমুখি হন। মাইক্রোবাসে থাকা ১৪ জনের মধ্যে ১২ জন মারা যান। তখন কোনোরকম নম্বর মনে করার চেষ্টা করে নির্মাতা কামরুজ্জামান সাগরকে ফোনে খবরটি জানান শেখ রুনা। এরপর ঢাকায় পঙ্গু হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসা শেষে, বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছেন। শেখ রুনা বলেন, ‘আমি কিছু কাজের পরিকল্পনা নিয়ে ঢাকায় ফিরছিলাম। কেন যেন মনে হচ্ছিল কিছু একটা হতে যাচ্ছে। এমন ভাবতে ভাবতেই দুর্ঘটনার মুখোমুখি হই। অনেক কৃতজ্ঞতা নির্মাতা কামরুজ্জামান সাগরের প্রতি।’ তিনি আরও বলেন হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে অনেক গল্প আমার ভাবনায় এসেছে। সুস্থ হয়ে নিশ্চয়ই সেসব গল্প নিয়ে নাটক-টেলিফিল্ম নির্মাণ করব। সবার দোয়া চাই যেন ভালো হয়ে যেতে পারি তাড়াতাড়ি।’ শেখ রুনা পরিচালিত উল্লেখযোগ্য নাটক হচ্ছে ‘অপু তুমি কে’, ‘মনের আকাশ’, ‘পুনরাবৃত্তি’, ‘বাকল’, ‘রাজবন্দীর চিঠি’, ‘ভালোবাসার আশেপাশে’। টেলিফিল্ম ‘মন চোরা’, ‘মন ছুঁয়ে যায়’, ‘ভালোবাসা ছুঁয়ে যায়’, ‘হয়তো তবু্ও ভালোবাসা’, ‘তোমাকে আর পাই না’ ও ‘স্বপ্নে বসবাস’। তার নির্দেশিত উল্লেখযোগ্য ধারাবাহিক নাটক হচ্ছে বিটিভিতে প্রচারিত ‘আদালত’ এবং এটিএন বাংলায় প্রচারিত ‘ভুল সবই ভুল’। শেখ রুনা যেন দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে পারেন এমনটাই আশা রাখছেন ‘ডিরেক্টর গিল্ড’, ‘অভিনয়শিল্পী সংঘ’, ‘প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’, ‘টেলিভিশন নাট্যকার সংঘ’, ‘বাচসাস’, ‘বাবিসাস’ পরিবার।

সর্বশেষ খবর