বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

আবারও আয়নাবাজির সাফল্য

শোবিজ প্রতিবেদক

আবারও আয়নাবাজির সাফল্য

গত বছর মুক্তি পাওয়া ‘আয়নাবাজি’ ছবিটি। অমিতাভ রেজা পরিচালিত ছবিটি যেমন পেয়েছে অভাবনীয় ব্যবসায়িক সাফল্য তেমনি অর্জন করে নিয়েছে দেশ-বিদেশের অনেক স্বীকৃতি। সেই মুকুটে এবার যুক্ত হলো আরও একটি সাফল্যের সংবাদ। সম্প্রতি ‘বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০১৭’— এ চারটি ভিন্ন ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রি অথবা সেরা পুরস্কার পেল আয়নাবাজির ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন। আয়নাবাজির ডিজিটাল মার্কেটিং পার্টনার মেলোনেড্স ও পিআর পার্টনার মাস্টহেড পিআর তাদের সফল ক্যাম্পেইনের জন্য উক্ত পুরস্কারগুলো গ্রহণ করে। আয়নাবাজি চলচ্চিত্রটি এ বছরের ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০১৭-এ চারটি ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রি বা সেরা পুরস্কারপ্রাপ্ত হয়। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে বেস্ট নেরেটিভ ফিল্মের উপাধি পায় ‘আয়নাবাজি’ এবং দেশে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে ২০১৬-এর বেস্ট ফিল্মের উপাধি পায়। এ ছাড়াও কলকাতার টেলি-সিনে সোসাইটির ১৬তম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা চলচ্চিত্রের অ্যাওয়ার্ড পেয়েছিল আয়নাবাজি। ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, লুত্ফর রহমান জর্জ, হীরা চৌধুরী, শওকত ওসমান,

গাওসুল আলম শাওনসহ আরও অনেকে। চলচ্চিত্রটির মূল ভাবনা গাওসুল আলম শাওনের, চিত্রনাট্যও তিনি রচনা করেছেন অনম বিশ্বাসের সঙ্গে যৌথভাবে। নির্বাহী প্রযোজক

ছিলেন এশা ইউসুফ।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর