শনিবার, ২১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ধেয়ে আসছে জিওস্টর্ম

শোবিজ ডেস্ক

ধেয়ে আসছে জিওস্টর্ম

জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্ববাসীকে নতুনভাবে ভাবিয়ে তুলছে।  এ নিয়ে চলছে নানা গবেষণা, উদ্যোগ, কর্মসূচি। পিছিয়ে নেই হলিউডও। বিষয়টিকে আমলে নিয়ে তারা নির্মাণ করেছে একাধিক চলচ্চিত্র। যার সর্বশেষ সংযোজন ‘জিওস্টর্ম’। ২২ অক্টোবর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে ‘জিওস্টর্ম’। ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের ব্যানারে ডিজাস্টার সায়েন্স ফিকশন-অ্যাকশনধর্মী এ ছবির পরিচালক ডিন ডেভলিন। অভিনয় করেছেন জেরার্ড বাটলার, জিম স্টারগেস, আলেক্সান্দ্রা মারিয়া লারা, অ্যাবি কর্নিশ, রবার্ট শিহান, অ্যান্ডি গার্সিয়াসহ আরও অনেকে। এতে দেখা যাবে জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর প্রভাব থেকে পৃথিবীকে রক্ষার প্রচেষ্টায় বিশ্বের বিভিন্ন দেশের সরকার মিলে ‘ডাচ বয়’ নামক একটি কর্মসূচি গ্রহণ করে। জিও প্রকৌশল প্রযুক্তির মাধ্যমে আবর্তমান পৃথিবীর চারপাশে স্যাটেলাইট নেটওয়ার্ক স্থাপন করা হয়, যা দুর্যোগ থেকে পৃথিবীকে রক্ষা করবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর