সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

নিউইয়র্কে আফজালের চিত্র প্রদর্শনী

শোবিজ প্রতিবেদক

নিউইয়র্কে আফজালের চিত্র প্রদর্শনী

প্রথমবারের মতো নিজের আঁকা ছবি দিয়ে একক চিত্র প্রদর্শনী করতে যাচ্ছেন বরেণ্য অভিনেতা ও নির্দেশক আফজাল হোসেন। তাও আবার দেশের বাইরে। আর বিষয়টি নিউইয়র্ক থেকে মুঠোফোনে নিশ্চিত করেছেন সাপ্তাহিক ‘আজকাল’র প্রধান সম্পাদক ও প্রকাশক। ‘আজকাল’র দশম বর্ষপূর্তি উপলক্ষে আফজাল হোসেনের একক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানা যায়। শুধু তাই নয়, আফজাল হোসেনকে ‘আজকাল সম্মাননা’তেও ভূষিত করা হবে। সাপ্তাহিক আজকাল চলতি বছর থেকেই এই সম্মাননার প্রবর্তন করতে যাচ্ছে আফজাল হোসেনকে সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে। আফজাল হোসেন তার নিজের আঁকা ছবি নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিত্র প্রদর্শনীতে যোগদানের লক্ষ্যে ২২ অক্টোবর রাতের ফ্লাইটে রওনা হয়েছেন। যাওয়ার আগে আফজাল হোসেন বলেন, ‘আমার জীবনের প্রথম একক চিত্র প্রদর্শনী অবশেষে হতে যাচ্ছে, এটা সত্যিই ভালো লাগার বিষয়। তবে প্রথম চিত্র প্রদর্শনী দেশের বাইরে নিউইয়র্কে হচ্ছে বিধায় নিজের মনের ভিতর অসাধারণ ভালো লাগাও কাজ করছে। ঢাকায় এর আগে বিভিন্ন দলীয় চিত্র প্রদর্শনীতে আমার আঁকা ছবি প্রদর্শিত হয়েছে। কিন্তু এবারই প্রথম এককভাবে তা হচ্ছে। চিত্র প্রদর্শনীতে আশা করছি বাংলাদেশের এমন অনেকের সঙ্গে দেখা হবে যাদের সঙ্গে চিন্তাভাবনার আদান-প্রদান হবে। সাধারণত এমনিতে বেড়াতে গেলে চিন্তাভাবনার এই আদান-প্রদানের সুযোগটা থাকে না। সব মিলিয়ে আশা করছি ভালো লাগবে।’ আগামী ২৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বেলাজিনো ব্যাংকুয়েট হলে দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত আফজাল হোসেনের একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। তার আগে আগামী ২৭ অক্টোবর ‘আজকাল’র তিন দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো আয়োজনের প্রথম দিনে সন্ধ্যা ৬টায় ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় আফজাল হোসেনকে ‘আজকাল সম্মাননা’য় ভূষিত করা হবে। পরের দিন ‘পালকি পার্টি সেন্টার’-এ আজকাল আড্ডায় অংশ নেবেন তিনি। তিন দিনের টানা অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ৭ নভেম্বর দেশে ফিরবেন আফজাল হোসেন।  

সর্বশেষ খবর