সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

নতুন পরিচয়ে প্লাবন কোরেশী

শোবিজ প্রতিবেদক

নতুন পরিচয়ে প্লাবন কোরেশী

সবাই তাকে একজন গীতিকবি ও সুরকার হিসেবেই চেনে। গান লিখছেন প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে। তার লেখা গানে কণ্ঠ দিয়ে জনপ্রিয় হয়েছেন অনেকেই। তার লেখনীতে প্রকাশ পেয়েছে ফজলুর রহমান বাবুর ‘ইন্দুবালা’, দিলরুবা খানের ‘তোমার আমার’, মনির খানের  ‘অঞ্জনা, রিংকুর ‘বিবাগী’, রবি চৌধুরীর ‘রঙের বন্ধু’, ধ্রুব গুহের ‘একলা পাখি’সহ ‘যে পাখি ঘর বোঝেনা’র মতো জনপ্রিয় সব গান। এত দিন গানের কথামালা সাজিয়েছেন আর সুর করেছেন এই মানুষটি। তিনি প্লাবন কোরেশী। এবার নিজের কণ্ঠে গান নিয়ে আসছেন তিনি। গানের শিরোনাম ‘ইশকুলে যাব না’। গানটি প্রকাশ করছে দেশের অন্যতম অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক। ইতিমধ্যে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে গানটির লিরিক ভিডিও প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন এবং সুর করেছেন প্লাবন নিজেই। আর সংগীতায়োজন করেছেন মুহিদুল মুন।

প্লাবন বলেন, ‘গীতিকার ও সুরকার থেকে সংগীতশিল্পী। আশা করছি গানটি ভালো লাগবে। 

সর্বশেষ খবর