বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

শিল্পী শাহাবুদ্দিনকে নিয়ে অজয় রায়ের তথ্যচিত্র

শোবিজ প্রতিবেদক

শিল্পী শাহাবুদ্দিনকে নিয়ে অজয় রায়ের তথ্যচিত্র

শিল্পী শাহাবুদ্দিনের সঙ্গে ‘কালার অব ফ্রিডম’ তথ্যচিত্রের নির্মাতা সাংবাদিক অজয় রায়

১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে দেওয়ার পর কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের উদ্যোগে যে আর্ট ক্যাম্প হয়েছিল, সেখানেই শিল্পী শাহাবুদ্দিনের সঙ্গে পরিচয় সাংবাদিক অজয় রায়ের। তিনি এখন বার্তা সংস্থা এপির কলকাতা প্রতিনিধি হিসেবে কর্মরত। ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা নাইট উপাধি পাওয়া বরেণ্যশিল্পী শাহাবুদ্দিন আহমেদকে নিয়ে অজয় রায় ২৫ বছরের চেষ্টায় তৈরি করেছেন ‘কালার অব ফ্রিডম’ নামের একটি তথ্যচিত্র। এটি ঢাকায় প্রদর্শনী হবে আগামী বছর মার্চে।

অজয় রায় বলেন, কলকাতার ওই আর্ট ক্যাম্প উপলক্ষে আমি শাহাবুদ্দিন ভাইকে নিয়ে নির্মাণ করি ‘লেট দেয়ার বি লাইট’ তথ্যচিত্র। পরে প্যারিসে গিয়ে বরেণ্য এই শিল্পী সম্পর্কে আমি নিবিড়ভাবে জানার সুযোগ পাই। মুক্তিযুদ্ধের এই সাব সেক্টর কমান্ডার বাংলাদেশ বেতার ভবনে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা তুলেছিলেন। প্যারিস যাওয়ার পর তার চিত্ররীতি যেমন বদলে গেছে তেমনি পেয়েছেন বিশ্বজোড়া খ্যাতি। তখন আমি তৈরি করি তথ্যচিত্র ‘সেলিব্রেশন অব ফ্রিডম’। এগুলো হচ্ছে ছোট ছোট ব্লকের কাজ। ‘লেট দেয়ার বি লাইট’ ছবিটা ছিল দুর্যোগপূর্ণ সেই সময়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শিল্পীদের একটি প্রতিবাদের ছবি। ‘সেলিব্রেশন অব ফ্রিডম’ হচ্ছে বাংলাদেশ থেকে প্যারিসে গিয়ে শিল্পী একাকী কীভাবে সেখানে কাজ করছেন, তার নিঃসঙ্গতা, কাজের স্বাধীনতা এসব নিয়ে। আর ‘কালার অব ফ্রিডম’ ছবিতে শিল্পী শাহাবুদ্দিনের জীবন সংগ্রাম, মুক্তিযুদ্ধসহ বহু উপাদান চিত্রায়িত হয়েছে। কাজটি করতে গিয়ে আমি ২২ বার প্যারিস ও তার গ্রামের বাড়ি গিয়েছি। আগরতলায় যেখানে অবস্থান নিয়ে তিনি মুক্তিযুদ্ধ করেছেন, মুম্বাই ন্যাশনাল আর্কাইভ থেকেও শাহাবুদ্দিন ভাই সম্পর্কে তথ্য সংগ্রহ করেছি। তার এবং ভাবীর কাছ থেকেও সহযোগিতা পেয়েছি।’ ‘কালার অব ফ্রিডম’ ফিল্মটা এক ঘণ্টা ২০ মিনিটের। এক বছর আগে এর কাজ শেষ হয়েছে। এখন পর্যন্ত কোথাও এর প্রদর্শন হয়নি। বিদেশি কয়েকটি বিশ্ববিদ্যালয় তাদের আর্কাইভে সংরক্ষণের জন্য এ ফিল্মের কপি সংগ্রহ করেছে। আরও একাধিক প্রতিষ্ঠান থেকে এটি সংগ্রহের আগ্রহ জানিয়ে চিঠি লিখেছে।

সর্বশেষ খবর