শিরোনাম
রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

এবার সাগর পাড়ে ইত্যাদি

শোবিজ প্রতিবেদক

এবার সাগর পাড়ে ইত্যাদি

এবার কক্সবাজারের হিমছড়ি যাওয়ার পথে মেরিন ড্রাইভের পাশে দরিয়ানগরে সামনে পাহাড় এবং পেছনে সমুদ্র রেখে মাঝখানের সৈকতে ধারণ করা হয় ইত্যাদি। ইত্যাদির ধারণস্থান নির্বাচনেও থাকে বৈচিত্র্য। ঐতিহ্য, সম্পদ এবং সৌন্দর্যের বিপুল আধার পর্যটন জেলা কক্সবাজার সম্পর্কে জানতে শিকড় সন্ধানী ইত্যাদিতে এবারের পর্বে রয়েছে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন। তিনবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অর্জনকারী মাগুরার হালিমের ওপর রয়েছে একটি প্রতিবেদন। ১৯৯৫ সালে যাকে প্রথম দর্শকদের সামনে উপস্থাপন করেছিল ইত্যাদি। ঠাকুরগাঁও জেলার এক নিভৃত পল্লীতে গড়ে তোলা একটি ব্যতিক্রমধর্মী জাদুঘর ‘লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরের’ ওপর রয়েছে অনুসন্ধানী প্রতিবেদন। বিদেশি প্রতিবেদনে রয়েছে পবিত্র মদিনা শরিফের একটি ব্যতিক্রমী রাস্তা। এবার ইত্যাদিতে মূল গান রয়েছে দুটি। গেয়েছেন কক্সবাজারের সৈকত শিল্পী জাহিদ এবং  চট্টগ্রামের শিল্পী রবি চৌধুরী। সঙ্গে ইউকিলিলি বাজিয়েছেন ইমরান। সাগর নিয়ে একটি পুরনো জনপ্রিয় গান ধারণ করা হয় সমুদ্র সৈকতে। গানটিতে অভিনয় করেছেন অভিনয় তারকা তারিন ও মীর সাব্বির। এ ছাড়াও রয়েছে চট্টগ্রামের শিল্পী মিঠুন ও ইমতিয়াজ আলী জিমির পরিবেশনায় যন্ত্রসংগীতের লীলামুখর খেলা-সাগর সংলাপ। ইত্যাদি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ২৯ ডিসেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর