শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

খোশ মেজাজে শুভ

আলী আফতাব

খোশ মেজাজে শুভ

বেশ খোশ মেজাজে আছেন মনে হয় আরিফিন শুভ। কারণটা কিন্তু শুধু তার জন্মদিন না। হ্যাঁ, গতকাল ছিল এই অভিনেতার জন্মদিন। ঘরোয়াভাবেই দিনটাকে পালন করেছেন তিনি। দিনটা আরও সুন্দর হতে পারত, যদি তার অভিনীত জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’ চলচ্চিত্রটি গতকাল মুক্তি পেত। হঠাৎ চলচ্চিত্রটির মুক্তির তারিখ পিছিয়ে ৯ ফেব্রুয়ারি করা হয়েছে। যা হয় নাকি ভালোর জন্যই হয়। আর সেই ভালোটা দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে আরও এক সপ্তাহ। এরই মধ্যে চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রটি গত বুধবার আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে। জানা যায়, সেন্সর বোর্ডের সদস্যরা শুভ অভিনীত চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেছেন। আলমগীরের এই সিনেমার গল্প, সংলাপ, নির্মাণশৈলী, গান এবং সবার অভিনয়ের দারুণ প্রশংসাও করেছে সেন্সর বোর্ড। বিষয়টি নিয়ে শুভ বলেন, ‘আমি অবশ্যই কৃতজ্ঞ আলমগীর স্যারের কাছে। কারণ তিনিই আমাকে তার নির্দেশিত চলচ্চিত্রে কাজ করার সুযোগ করে দিয়েছেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আলমগীর স্যার এদেশের একজন কিংবদন্তি নায়ক। চলচ্চিত্রটি নির্মাণের সময় তিনি আমাকে আপন করে নিয়ে সবকিছু বুঝিয়ে দিয়ে আমাকে দিয়ে অভিনয় করে নিয়েছেন। এমন একজন ব্যক্তিত্বের নির্দেশনায় কাজ করার জন্য সৌভাগ্য থাকতে হয়। আমি একটি সিনেমার গল্প চলচ্চিত্রটি নিয়ে খুবই আশাবাদী।’ চিত্রনায়ক ও পরিচালক আলমগীর জানান আসছে ১৩ এপ্রিল পয়লা বৈশাখে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে। এই চলচ্চিত্রে আরিফিন শুভর বিপরীতে আছেন ওপার বাংলার ঋতুপর্ণা। দেশে ফিরেই নতুন একটি ছবির খবর দিলেন এই অভিনেতা।  ঋতুপর্ণার সঙ্গে রঞ্জনের নির্দেশনায় ‘আহারে’ নামের আরও একটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন তিনি। আর এই কাজটিও ভালো হবে বলে আশা করছেন শুভ। এ ছাড়া শিগগিরই শুরু করতে যাচ্ছেন অরিন্দম শীলের নির্দেশনায় ‘বালিঘর’ চলচ্চিত্রের কাজ। চার বন্ধুর গল্প নিয়ে নির্মিত হবে এই ‘বালিঘর’ চলচ্চিত্রটি। সব মিলিয়ে বেশ কিছু ভালো কাজ নিয়ে বছরটা শুরু করেছেন তিনি। শেষটাও ভালো হবে বলে আশা করছেন তিনি।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর