বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নাট্যকার তৈরি করবে নাট্যকার সংঘ

শোবিজ প্রতিবেদক

নাট্যকার তৈরি করবে নাট্যকার সংঘ

টেলিভিশন নাট্যকার সংঘের উদ্যোগে শুরু হতে যাচ্ছে প্রথমবারের মতো তিন মাস মেয়াদি নাটক রচনাবিষয়ক প্রশিক্ষণ কোর্স ‘নাটক রচনাশৈলী’। ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় সংঘের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কোর্সের আহ্বায়ক এজাজ মুন্নার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংঘের সভাপতি নাট্যকার মাসুম রেজা, সহসভাপতি বৃন্দাবন দাশ, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সুমন ও তবারক হোসেন ভুঁইয়া। তিন মাসব্যাপী এই কর্মশালায় প্রথম সেশন শুরু হবে আগামী ২ মার্চ। প্রশিক্ষণ দেবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রখ্যাত নাট্যকাররা। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র দেওয়া হবে ও সেরা তিনটি চিত্রনাট্য নিয়ে স্বনামধন্য পরিচালকরা নাটক নির্মাণ করবেন। আবেদনপত্র পাওয়া যাচ্ছে নাট্যকার সংঘের কার্যালয় ২০ নিউ ইস্কাটন (চতুর্থতলা), ঢাকা এবং নাট্যকার সংঘের ওয়েবসাইট www.tvnsbd.com।

 

সর্বশেষ খবর