শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ভালোবাসার যত ছবি

ভালোবাসার যত ছবি

ভালোবাসা দিবসে প্রেমের ছবি দেখবে প্রেমিক যুগল। এ ধরনের ছবি দেখে নিজেদের প্রেমকে আরও পোক্ত করবে, ঝালিয়ে নেবে। তাই তাদের জন্য এই আয়োজন—

 

ঢালিউড

ময়নামতি

১৯৬৯ সালে কাজী জহির নির্মাণ করেন রোমান্টিক ছবি ‘ময়নামতি’। ছবিটিতে অভিনয় করেন নায়করাজ রাজ্জাক ও কবরী।

অশ্রু দিয়ে লেখা

১৯৭২ সালে কামাল আহমেদ নির্মাণ করেন ত্রিভুজ  প্রেমের ছবি ‘অশ্রু দিয়ে লেখা’। রাজ্জাক, সুচন্দা ও সুজাতা অভিনয় করেন এ ছবিতে।

অবুঝ মন

১৯৭২ সালে কাজী জহির নির্মাণ করেন ‘অবুঝ মন’ ছবিটি। এ ছবিতে অভিনয় করেন রাজ্জাক, শাবানা, সুজাতা।

সুজন সখী

১৯৭৫ সালে প্রেমের ছবি হলো ‘সুজন সখী’ নির্মাণ করেন খান আতাউর রহমান। এতে অভিনয় করেন ফারুক ও কবরী।

নয়নমণি

১৯৭৬ সালে আমজাদ হোসেন নির্মাণ করেন নয়নমণি।  এতে অভিনয় করেন ববিতা ও ফারুক।

দি রেইন

১৯৭৬ সালে এস এম শফী নির্মাণ করেন দি রেইন। এতে অভিনয় করেন ওয়াসিম ও অলিভিয়া।

অনন্ত প্রেম

১৯৭৭ সালে নায়করাজ রাজ্জাক নির্মাণ করেন আধুনিক প্রেমের ছবি ‘অনন্ত প্রেম’। এতে অভিনয় করেন রাজ্জাক ও ববিতা।

চাঁদনী

১৯৯০ সালে এহতেশাম নির্মাণ করেন ‘চাঁদনী’ ছবি। এতে অভিনয় করেন শাবনাজ, নাঈম।

মনের মাঝে তুমি

২০০৩ সালে মতিউর রহমান পানু নির্মাণ করেন ‘মনের মাঝে তুমি’। অভিনয় করেন রিয়াজ, পূর্ণিমা।

 

বলিউড

মুঘল-ই-আজম

১৯৬০ সালে মুক্তি পায় পরিচালক কে আসিফের ছবি মুঘল-ই আজম। ছবিতে অভিনয় করেন পৃথ্বিরাজ কাপুর, দিলীপ কুমার, মধুবালা।

ববি

১৯৭৩ সালে রাজ কাপুর নির্মাণ করেন ববি। ঋষি কাপুর-ডিম্পল কাপাডিয়া অভিনয় করেন এতে।

সিলসিলা

যশ চোপড়া ১৯৮১ সালে সিলসিলা ছবিটি নির্মাণ করেন। এতে অভিনয় করেন অমিতাভ, রেখা, জয়া।

 কেয়ামত সে কেয়ামত তক

১৯৮৮ সালে মুক্তি পায় মনসুর খান পরিচালিত আমির খান ও জুহি চাওলা অভিনীত ছবি কেয়ামত সে কেয়ামত তক।

দিলওয়ালে দুলহানিয়া  লে জায়েঙ্গে

১৯৯৫ সালে আদিত্য  চোপড়া পরিচালিত এ ছবিতে অভিনয় করেন শাহরুখ খান ও কাজল।

ম্যায়নে পেয়ার কিয়া

১৯৮৯ সালে সালমান খান আর ভাগ্যশ্রীর বলিউডে অভিষেক ঘটে এই প্রেমের ছবি দিয়ে।

আশিকী

১৯৯০ সালে রাহুল রায় আর অনু আগরয়ালকে নিয়ে মহেশ ভাট নির্মাণ করেন মিষ্টি প্রেমের ছবি আশিকী।

কুছ কুছ হোতা হ্যায়

১৯৯৮ সালে মুক্তি পায় ছবিটি। শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন কাজল ও রানী মুখার্জি।

বীর-জারা

২০০৪-এ মুক্তি পাওয়া ইয়েশ চোপড়া পরিচালিত এ ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান, প্রীতি জিনতা ও রানী মুখার্জি।

 

হলিউড

হলিউডের রোমান্টিক ছবির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে : কাসাব্লাঙ্কা, গন উইথ দ্য উইন্ড, রোমান হলিডে, ইট হ্যাপেনেড ওয়ান নাইট, সিটি লাইটস, ইটারনাল সানশাইন অব দ্য সটলেস মাইন্ড, দ্য নোটবুক, টাইটানিক, প্রিটি উম্যান, সানফ্লাওয়ার, লাভ স্টোরি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর