শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আজ আবদুল জব্বারের জন্মদিন

শোবিজ প্রতিবেদক

আজ আবদুল জব্বারের জন্মদিন

আজ মুক্তিযোদ্ধা ও কণ্ঠশিল্পী আবদুুল জব্বারের জন্মদিন। কিন্তু উইকিপিডিয়াতে আছে তা ৭ নভেম্বর। আবদুুল জব্বারের স্ত্রী হালিমা জব্বার বলেন, ‘আবদুুল জব্বারের ভোটার আইডি কার্ড ও পাসপোর্টে জন্মদিন দেওয়া আছে ১০ ফেব্রুয়ারি। আমরা উইকিপিডিয়াতে এই তারিখ পরিবর্তন করার জন্য বলেছি। আবদুুল জব্বার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত সালাম সালাম হাজার সালাম, জয় বাংলা বাংলার জয়সহ অনেক উদ্বুদ্ধকরণ গানের গায়ক হিসেবে পরিচিতি লাভ করেন। তার গাওয়া তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়, সালাম সালাম হাজার সালাম ও জয় বাংলা বাংলার জয় গান তিনটি ২০০৬ সালে বিবিসি বাংলার শ্রোতাদের বিচারে সর্বকালের শ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় স্থান করে নেয়। তিনি একুশে পদক (১৯৮০) ও স্বাধীনতা পুরস্কারে (১৯৯৬) ভূষিত হন।

সর্বশেষ খবর