বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

পোল ড্যান্সার প্রিয়তি

শামছুল হক রাসেল

পোল ড্যান্সার প্রিয়তি

মাকসুদা আক্তার প্রিয়তি। বাংলাদেশি বংশোদ্ভূত এই লাস্যময়ী ইতিমধ্যে আলোচিত হয়েছেন একজন ফ্যাশন আইকন, মিস আয়ারল্যান্ড, মিস আর্থ ইন্টারন্যাশনাল এবং পরিশেষে একজন মিডিয়া কর্মী হিসেবেও। নতুন খবর হলো প্রিয়তি একজন দক্ষ পোল ড্যান্সারও। বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের ড্যান্স খুব একটা পরিচিত নয়। তবে এশিয়ার কয়েকটি দেশ এবং ইউরোপ-আমেরিকায় পোল ড্যান্স বেশ জনপ্রিয়। তিনিই প্রথম বাংলাদেশি পোল ড্যান্স আর্টিস্ট এমন দাবি করে প্রিয়তি বলেন, ‘পোল ড্যান্সারের তকমা গায়ে জড়াতে বেশ কষ্ট করতে হয়েছে। আইরিশ পোল ড্যান্স একাডেমি থেকে টানা দুই বছর প্রশিক্ষণ নিয়েছি। ২০১৬ সালে শেষ করি প্রশিক্ষণ। ওই দুই বছর পোল ড্যান্স শেখার সময় কেঁদেছি প্রতি রাত ব্যথায়, আমার বাদামি বর্ণের শরীরে ঠোসা পড়ে যেত কালো কালো অথবা গাঢ় লালে। তারপরও প্রতিদিনের অগ্রগতিতে ছিল আনন্দ। বন্ধুরা বলত, ‘নিজেকে এত ব্যথা নিয়ে কেন শিখছ এই নাচ?’ আমি বলতাম, ‘যা সবাই শিখতে চায় না সেটার প্রতিই আমার আগ্রহ বেশি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর