বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

রিয়াজ-ভাবনার ‘নির্বাসন’

শোবিজ প্রতিবেদক

রিয়াজ-ভাবনার ‘নির্বাসন’

এবার ভালোবাসা দিবসে দর্শকদের জন্য সায়েন্স ফিকশন ভালোবাসার গল্প ‘নির্বাসন’ নিয়ে এসেছেন অনিমেষ আইচ। এখন থেকে আরও ৫২ বছর পরের ভাবনা নিয়ে তৈরি হয়েছে নাটকটি। যেখানে বদলে গেছে মানুষের চিন্তা-ভাবনার গতি-প্রকৃতি। শুধু একটা জিনিসই আগের মতোই রয়ে গেছে, তা হলো আবেগ আর ভালোবাসার সম্পর্ক। গল্পের মূল চরিত্র জেভিয়ারকে মিথ্যা দায়ে আলেয়া নামক একটি গ্রহে নির্বাসন দেওয়া হয়। ক্যাপ্টেন মুসা ও তার তিন সহযোগী জেভিয়ারের কাছে কয়েক মাস পর প্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্গে একটি মানবিক রোবট দিয়ে যান। এই রোবটের সঙ্গেই এক সময় গভীর বন্ধুত্ব তৈরি হয় জেভিয়ারের, এক মায়ার জাল তৈরি হতে থাকে। নির্দোষ প্রমাণ হওয়ার পর জেভিয়ারকে যখন আবার ক্যাপ্টেন মুসা গ্রহ থেকে পৃথিবীকে ফিরিয়ে আনতে যান, জেভিয়ার রোবটটিকেও সঙ্গে নিয়ে আসতে চান। আর তখনই শুরু হয় আরেক টানাপড়েনের। বিদেশি গল্পের ছায়া অবলম্বনে ভালোবাসা দিবসের বিশেষ নাটকটির রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন অনিমেষ আইচ। অভিনয়ে রিয়াজ, ভাবনা এবং শতাব্দী ওয়াদুদ। নাটকটি প্রচার হবে এনটিভিতে।

 

সর্বশেষ খবর