শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

দুই ধারাবাহিকে বাঁধন

শোবিজ প্রতিবেদক

দুই ধারাবাহিকে বাঁধন

নতুন দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন দর্শকপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। একটি জুয়েল মাহমুদের ‘ওয়ান ওয়ে’ এবং অন্যটি মাসুদ সেজানের ‘খেলোয়াড়’। দুটি নাটকের গল্পের শুরুটা তাকে নিয়ে। ‘ওয়ান ওয়ে’ নাটকের গল্পটা শুরু হয় বাঁধনের স্বামী মারা যাওয়ার ঘটনা দিয়ে। অর্থাৎ বাঁধনের বিধবা হওয়ার মধ্যদিয়ে ‘ওয়ান ওয়ে’ ধারাবাহিকের গল্প শুরু। অন্যদিকে ‘খেলোয়াড়’ নাটকের গল্প শুরু হয় ঢাকায় পড়াশোনারত এক ছাত্রীর ছাত্রী নিবাসে থাকার সংগ্রামী জীবনের গল্প নিয়ে। দুটি নাটকে অভিনয় প্রসঙ্গে বাঁধন বলেন, ‘দুটি নাটকের গল্পের শুরুটা আমাকে নিয়ে। নিঃসন্দেহে মাসুদ সেজান ভাই, জুয়েল মাহমুদ ভাই দুজনই গুণী নির্মাতা। দুজনের নির্দেশনায় কাজ করে ভালো লেগেছে। জুয়েল ভাইয়ের নির্দেশনায় এর আগে আমি বেশকিছু ভালো নাটকে কাজ করেছি। বিশেষত মনে পড়ে আমার সন্তান হওয়ার পর তিনিই আমাকে প্রথম ধারাবাহিক নাটকে অভিনয়ের জন্য চূড়ান্ত করেছিলেন। নাটকটির নাম ‘আকাশ মেঘে ঢাকা’।’ ‘খেলোয়াড়’ নাটকে বাঁধনের সহশিল্পী চঞ্চল। জুয়েল মাহমুদের ‘ওয়ান ওয়ে’ এবং মাসুদ সেজানের ‘খেলোয়াড়’ শিগগিরই দুটি ভিন্ন চ্যানেলে প্রচার হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর