বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সেবাবঞ্চিত জনগোষ্ঠীর সচেতনতায় এবার ‘কানেক্টিং বাংলাদেশ’

শোবিজ প্রতিবেদক

সেবাবঞ্চিত জনগোষ্ঠীর সচেতনতায় এবার ‘কানেক্টিং বাংলাদেশ’

বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তর তাদের জনগোষ্ঠীভিত্তিক জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রমের আওতায় এটিএন নিউজ- এর কানেক্টিং বাংলাদেশ এর মাধ্যমে সম্প্রতি এক নবতর প্রচারণায় শরীক হলো। গতকাল ঢাকার একটি হোটেলে এই উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহা পরিচালক জনাব কাজী সারোয়ার মোস্তফা ও উপ পরিচালক  জাকিয়া আকতার, শিশু ও মাতৃস্বাস্থের পরিচালক মো: শরীফ, এটিএন নিউজের সিইই মুন্নী সাহা,এটিএন বাংলার সিইই জ.ই মামুনসহ এটিএন নিউজের কর্মকর্তাবৃন্দ।  এই  প্রচারণার ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা সেবাবঞ্চিত জনগোষ্ঠীর সাথে সরাসরি যোগাযোগ স্থাপন সম্ভব হবে। অনুষ্ঠানটি মোট ২৬ টি পর্বে প্রচারিত হবে। এটিএন নিউজের সিইই এবং কানেক্টিং বাংলাদেশের উপস্থাপিকা মুন্নী সাহা বলেন, আসলে এই অনুষ্ঠানটির পরিকল্পনায় ছিলেন মিশুক মুনীর। তিনি চলে যাওয়ার পর আমি কানেক্টিং বাংলাদেশ নাম দিয়ে অনুষ্ঠানটি শুরু করি। ৭ বছর পার করেছি চেয়ারম্যান মাহফুজুর রহমান স্যারের অনুপ্রেরণায়। এটিএন নিউজের সিইও জনাব সরকার ফিরোজ, বলেন, গত ৭ বছর ধরে এটি প্রচার হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষদের সাথে আমরা কানেক্টিং করতে পারছি। আমাদের পথচলা অব্যাহত থাকবে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহা পরিচালক জনাব কাজী সারোয়ার মোস্তফা বলেন, আমাদের  অনেক সাফল্য রয়েছে। ফ্যামিলী প্লানিং কার্যক্রম নিয়ে আমাদের চেষ্টা থাকবে। মুন্নি সাহার এই কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানের মাধ্যমে সব অঞ্চলের মানুষের কাছে পৌছাতে পারবো বলে আশা রাখি।

সর্বশেষ খবর