মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

নারী দিবসে চয়নিকার ‘শিখার কথা’

শোবিজ প্রতিবেদক

নারী দিবসে চয়নিকার ‘শিখার কথা’

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সম্প্রতি এ দিবসকে উপলক্ষ করে নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী নির্মাণ করলেন নাটক ‘শিখার কথা’। ইফফাত আরেফিন মাহমুদ তন্নির রচনায় এই নাটকটিতে অন্যতম চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

তিনি বলেন, ‘নারী দিবসের জন্য নির্মিত এই নাটকটি চয়নিকা অনেক যত্নের সঙ্গে নির্মাণ করেছেন। আমি নাটকে অভিনয় করি বেছে বেছে। সেই হিসেবে চয়নিকার এই নাটকটি আমার কাছে অনেক ভালো লেগেছে।’ এ ছাড়াও এই নাটকে আরও রয়েছে অনেক তারকার ছড়াছড়ি। অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মামুনুর রশীদ। যিনি এই নাটকে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছেন। তবে নারী দিবসের এই নাটকে এ প্রজন্মের তিন অভিনেতা-অভিনেত্রীকে দর্শক দেখতে পাবেন। একজন হাল আমলের দর্শকপ্রিয় অভিনেতা জোভান, অন্যজন মডেল-অভিনেত্রী তানজিন তিশা আর অভিনেতা সুজাত শিমূল। এ ছাড়াও অরুণা হায়দারসহ আরও অনেকেই অভিনয় করেছেন। বাংলাদেশি নারীদের সংগ্রাম, সফলতা, পারিবারিক বন্ধনসহ বিভিন্ন চিত্র এই নাটকে উঠে এসেছে। জানা যায়, ৮ মার্চ রাত ৮টায় আরটিভিতে এই নাটকটি প্রচার হবে।

সর্বশেষ খবর