মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

তানভীর মোকাম্মেলের ‘রূপসা নদীর বাঁকে’

শোবিজ প্রতিবেদক

অনেকদিন ধরে নতুন সিনেমা ‘রূপসা নদীর বাঁকে’র প্রস্তুতি নিচ্ছিলেন তানভীর মোকাম্মেল। সরকারি অনুদান পাওয়ার পর বাকি বাজেটের জন্য গণঅর্থায়নের উদ্যোগও নেন খ্যাতিমান এ নির্মাতা। সবকিছু সামলিয়ে এবার শুটিং ফ্লোরে গড়িয়েছে সিনেমাটি। খুলনার বৈঠাঘাটা উপজেলার ঝুপঝুপিয়া নদীর পাড়ে চালু হয়েছে ‘রূপসা নদীর বাঁকে’র ক্যামেরা। জানা গেছে, প্রথম লটের শুটিং শেষে ইউনিট যাবে টাঙ্গাইল ও কুমিল্লায়।

খুলনার বামপন্থি নেতা মানবরতন মুখোপাধ্যায়ের জীবনের উল্লেখযোগ্য কিছু অংশ উঠে আসবে ‘রূপসা নদীর বাঁকে’ সিনেমায়। যাকে ১৯৭১ সালে রাজাকাররা হত্যা করে। প্রসঙ্গক্রমেই ওঠে আসবে ত্রিশ দশকের স্বদেশী আন্দোলন, তেভাগা আন্দোলন, রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্টদের হত্যাসহ বিভিন্ন ঐতিহাসিক মুহূর্ত। সিনেমাটিতে মানবরতন চরিত্রে অভিনয় করছেন জাহিদ হোসেন শোভন। তার বিপরীতে আছেন নাজিবা বাশার। অন্যান্য চরিত্রে আছেন খায়রুল আলম সবুজ, রামেন্দু মজুমদার, আতাউর রহমান, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে আছেন চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান। সংগীতে আছেন সৈয়দ শাবাব আলী আরজু।

 

সর্বশেষ খবর