শনিবার, ১০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশ থেকে অঞ্জন দত্তের জীবনী

শোবিজ প্রতিবেদক

বাংলাদেশ থেকে অঞ্জন দত্তের  জীবনী

গান, অভিনয় আর চলচ্চিত্র নির্মাণ দিয়ে দেশ-বিদেশের মানুষের মানসপটে জায়গা করে নিয়েছেন অঞ্জন দত্ত। শৈশব-কৈশোর-তারুণ্য ও যৌবনের পাশাপাশি রঙিন দুনিয়ায় অঞ্জন দত্তের নানা অজানা ঘটনা জানা যাবে ‘অঞ্জনযাত্রা’য়। এটি কোনো চলচ্চিত্র নয়, শিল্পী অঞ্জন দত্তের জীবনের বহু ঘটনার সন্নিবেশ ঘটেছে ‘অঞ্জনযাত্রা’য়। অঞ্জন দত্তকে নিয়ে বইটি লিখেছেন বাংলাদেশের সাজ্জাদ হুসাইন। ‘অঞ্জনযাত্রা’ বইটি প্রকাশিত হবে বাংলাদেশের প্রকাশনা প্রতিষ্ঠান ছাপাখানার ভূত থেকে। এই বইয়ের মধ্য দিয়ে প্রকাশনা প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হচ্ছে। জানা যায়, জীবনের নানা ঘটনা নিয়ে এই প্রথম কোনো বই প্রকাশিত হচ্ছে। এই বইটিকে জীবনীও বলতে পারেন। বইটির লেখক সাজ্জাদ অনেকদিন ধরে এটা করতে চেয়েছেন। ২৭ মার্চ সন্ধ্যায় ধানমন্ডির একটি কফিশপে ‘অঞ্জনযাত্রা’ বইয়ের মোড়ক খোলার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিজের জীবনের প্রথম বইয়ের মোড়ক খোলা অনুষ্ঠানে অংশ নিতে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকায় আসছেন অঞ্জন দত্ত। ৫০০ পৃষ্ঠার এই বইয়ের দাম রাখা হয়েছে এক হাজার টাকা। ‘অঞ্জনযাত্রা’ বইয়ের লেখক সাজ্জাদ বলেন, ‘অঞ্জন দত্তের গান মানুষকে যেমন উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছে, তেমনি জীবনের অজানা গল্পও যাতে আবেদন তুলতে পারে, সেই চিন্তা ছিল। এই বইয়ে শিল্পীর অজানা অনেক গল্প তুলে ধরেছি। বইটি পাঠক হাতে পেলে বাকিটা মূল্যায়ন করতে পারবেন।’

সর্বশেষ খবর