সোমবার, ১২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সুজেয় শ্যামের সুর ও সংগীতে তারা

শোবিজ প্রতিবেদক

সুজেয় শ্যামের সুর ও সংগীতে তারা

বাংলাদেশ টেলিভিশনে নতুন ২৫টি গান নিয়ে উপস্থিত হতে যাচ্ছেন একুশে পদকপ্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম। বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো. হারুন-অর-রশীদের পরিকল্পনা ও ভাবনায় নির্মিত হয়েছে স্বাধীনতা দিবসের বিশেষ সংগীতানুষ্ঠান ‘বাঙালির আশা বাঙালির ভাষা’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। মো. হারুন-অর-রশীদ, নাসির আহমেদ, পান্না লাল দত্তসহ আরও কয়েকজন নতুন ২৫টি মৌলিক গান লিখেছেন। আর সব গানের সুর সংগীত করেছেন সুজেয় শ্যাম। এই গানগুলোতে কণ্ঠ দেবেন শাহীন সামাদ, সুবীর নন্দী, রফিকুল আলম, ফাহমিদা নবী, অলক সেন, দিনাত জাহান মুন্নী, অপু, শাহীন শারমীন শিমু, পুষ্পিতা সাহা, আবু বকর সিদ্দিক ও শাহীন আক্তার পাপিয়া। এরই মধ্যে শাহীন সামাদ, ফাহমিদা নবী, আবু বকর সিদ্দিক, শিমু একটি করে গান গেয়েছেন। বাকিরা সবাই দুটি করে গান গেয়েছেন। অনুষ্ঠানটি স্বাধীনতা দিবসের আগেই প্রচার শুরু হয়ে পাঁচ পর্বে শেষ হবে। সুজেয় শ্যাম বলেন, ‘দেশ স্বাধীনের ৪৭ বছরে আমি এই ধরনের কোনো অনুষ্ঠান বিটিভিতে করিনি। নতুন ২৫টি গানের সুর সংগীত করা আমার জন্য অনেক বড় একটি বিষয়। দেশের গান, স্বাধীনতার গান নিয়ে এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিটিভির মহাপরিচালককে আন্তরিক ধন্যবাদ এমন একটি সময়োপযোগী উদ্যোগ নেওয়ার জন্য। যারা গান গেয়েছেন নতুন পুরনো সবাই খুব ভালো গেয়েছেন।’ পাঁচ পর্বের এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শিল্পী অনুপমা মুক্তি।

সর্বশেষ খবর