মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশের সাফল্য নিয়ে গাইলেন তারা

শোবিজ প্রতিবেদক

বাংলাদেশের সাফল্য নিয়ে গাইলেন তারা

শিগগিরই বাংলাদেশ জাতিসংঘ কর্তৃক উন্নয়নশীল দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে যাচ্ছে। এটাকে কেন্দ্র করে আগামী ২২ মার্চ রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয়ভাবে সেলিব্রেসন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। বাংলাদেশকে স্বল্পোন্নত আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরে অবদান রাখায় প্রধানমন্ত্রীর সাফল্য নিয়ে একটি গান লিখেছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুন রশীদ।

গানটির সুর সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। এই গানে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর, শওকত আলী ইমন, অনুপমা মুক্তি, বালাম, পুলক ও কোনাল। এরই মধ্যে গানটির রেকর্ডিং শেষে গতকাল সকালে রাজধানীর হাতিরঝিলে গানটির মিউজিক ভিডিওর শুটিং শুরু হয়ে গতকাল মাওনাতে শেষ হয়। আরও দুই দিন গানটির মিউজিক ভিডিওর শুটিং হবে। এই গানটি প্রযোজনা করছেন মাহবুবা ফেরদৌস।’ প্রযোজক মাহবুবা ফেরদৌস জানান শিগগিরই গানটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার শুরু হবে।

 

সর্বশেষ খবর