শিরোনাম
মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

চুমকির ‘ঘাস’!

শোবিজ প্রতিবেদক

চুমকির ‘ঘাস’!

এবার ভিন্ন চরিত্রে অভিনয় করলেন অভিনেত্রী নাজনীন হাসান চুমকি। পক্ষাঘাতগ্রস্ত এক মায়ের চরিত্রে দেখা যাবে তাকে। খাবার না পেয়ে হামাগুড়ি দিয়ে যাকে খেতে হয়েছে পুকুর পাড়ের ঘাস! মা দিবসকে কেন্দ্র করে এই টেলিফিল্ম নির্মাণ হয়েছে। এর নাম ‘ঘাস’।  টেলিছবিটির গল্প এমন— অনেক কষ্টে এক মা বড় করেন তার ছেলেকে। যিনি একসময় পক্ষাঘাতগ্রস্ত হন। শয্যাশায়ী হয়েও ছেলের স্ত্রীর নির্মমতার শিকার হতে থাকেন। মুখের খাবার কেড়ে নেওয়া হয় তার। প্রায় অচল শরীরকে টেনেহিঁচড়ে বাড়ির কাছের পুকুরের সামনে গিয়ে ঘাস খেয়ে কাটে তার অনেক ভোর। মাসুমা মাইমুরের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন গোলাম হাবীব লিটু। চুমকি বললেন, ‘পরিচালক যখন আমাকে নাটকটির গল্প বললেন, আমি খুব টেনশনে পড়ে গেলাম। খুবই মর্মান্তিক একটি পরিণতি দেখানো হয়েছে। আর এখানে আমাকে চারটা রূপে আসতে হয়েছে। তবে শেষটা দেখলে সবাই ধাক্কা খাবেন।’ বিশ্ব মা দিবস মে মাসের দ্বিতীয় রবিবার চ্যানেল আইতে প্রচার হবে। এতে নাজনীন হাসান চুমকির ছেলের চরিত্রে অভিনয় করেছেন রাজীব সালেহীন এবং তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সুষমা সরকার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর