বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

যারা গাইতে জানেন তারা নাচতেও জানেন

যারা গাইতে জানেন তারা নাচতেও জানেন

গানের সঙ্গে শিল্পীদের নাচ করার বিষয়টি নতুন কোনো বিষয় নয়। আর বর্তমানে গান নাকি দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই মিউজিক ভিডিওতে শিল্পীরা গানের পাশাপাশি মেতে উঠছেন নাচে। বেশি বিটের কিংবা রিদমিক গান হলে তো কথাই নেই! এমন কিছু শিল্পীকে নিয়ে লিখেছেন— আলী আফতাব

 

আঁখি আলমগীর

নাচে আর গানে মঞ্চ মাতাতে আঁখি আলমগীরের জুড়ি মেলা ভার। আর যারা ‘মালকা বানু’ গানটির মিউজিক ভিডিও দেখেছেন, তারা হয়তো জেনে গেছেন তার নাচের বিষয়টি। এতে আঁখির নাচ দোলা দিয়েছে তার ভক্তদের মনে। আঁখির সঙ্গে আরও নেচেছেন নায়ক ফেরদৌস। গানটির কথা ও সুর শওকত আলী ইমনের। আঁখি বলেন, ‘রিদমিক গান পরিবেশনার সময় শিল্পী-শ্রোতা উভয়েরই নাচতে ইচ্ছা করে। স্টেজে করার জন্যই এই গান ও ভিডিও। শুটিংয়ের সময় সবাই মজা করে বলছিল, আপনি তো নায়িকাদের চেয়েও ভালো নাচেন! কাজটা এনজয় করেছি বলেই হয়তো পারফরম্যান্সটা ভালো হয়েছে।’

 

মিলা

‘বাবুরাম সাপুড়ে’, ‘ডিস্কো বান্দর’, ‘দোলা’ গানগুলোর ভিডিওতে নেচেও সাফল্য পান চট্টগ্রামের মেয়ে মিলা। মূলত এই গানগুলোর কারণেই স্টেজে অন্য সব গায়িকার চেয়ে আলাদা কদর তৈরি হয় মিলার। স্টেজে মিলা মানেই গানের সঙ্গে নাচ। তার সর্বশেষ ড্যান্স নাম্বার ‘নাচো’ ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলে। ভিডিওটির একটি দৃশ্যে সাপের সঙ্গে মিলার সাহসী অভিনয় বেশ প্রশংসিত হয়। নিজের পাশাপাশি ভিডিওটির কিছু দৃশ্যে ছোট বোন মিশাকেও যুক্ত করেন মিলা। নির্মাতা ইলাজার ইসলাম।

 

কণা

গানের পাশাপাশি যে ভালো নাচেন কণ্ঠশিল্পী কণা, তা প্রমাণ দিয়েছেন তিন-চারটি মিউজিক ভিডিওতে। তার মধ্যে ‘রেশমি চুড়ি’ গানটি অন্যতম। গানটির কথা ও সুর করেছেন প্রিয় চট্টোপাধ্যায় এবং সংগীতায়োজন আকাশ সেন। কণা বলেন, ‘স্টেজে শ্রোতাদের আনন্দ দেওয়ার জন্য রিদমিক গান করতে হয়। এসব গানের সঙ্গে নাচটাও সবাই এনজয় করেন। ছোটবেলা থেকেই নাচার অভ্যাস আছে। তাই ভিডিওতে নাচতে গিয়ে অসুবিধা হয়নি।

 

সালমা

ফোক গান দিয়ে জনপ্রিয়তা পাওয়া এই শিল্পী যে ভালো নাচতে জানেন, তিনি তা প্রমাণ দিয়েছেন ‘পরানের বন্ধু আমার কই’ গানটির মিউজিক ভিডিওর মধ্য দিয়ে। আগে কোনো ভিডিওতে এভাবে নাচেননি এই গায়িকা। খুব আয়োজন করেই ভিডিওটি নির্মাণ করেন জিয়াউদ্দিন আলম। সালমা বলেন, ‘আমি গানের মানুষ। তাই আমার প্রধান কাজ। শ্রোতাদের আনন্দ দেওয়ার জন্যই এ ভিডিওতে নাচার চেষ্টা করেছি। প্রকাশের পর সবার কমেন্ট শুনে মজা লেগেছে। সব মিলিয়ে মিউজিক ভিডিওতে নাচের অভিজ্ঞতাটা দারুণ।’

 

লিজা

‘পাগলি সুরাইয়া’ গানটির মধ্য দিয়ে মিডিয়াতে নতুনভাবে পরিচিত হন লিজা। আরেফিন রুমির সুর-সংগীতায়োজনে গানটির ভিডিও পরিচালনা করেন তানিম রহমান অংশু। লিজা বলেন, ‘গান করলেও নাচের প্রতি ভালোবাসা আছে। এই ভিডিওটি করার সময় মনে হলো নিজেই যদি নাচি তাহলে শ্রোতারা আনন্দ পাবে। অনেক দিন ধরে নাচটি প্র্যাকটিস করে তারপর শুটিংয়ে যাই। এখন কোনো অনুষ্ঠানে গেলে গানটি না গেয়ে আসতে পারি না। ভিডিওটির কারণে অনেকেই এখন আমাকে ‘পাগলি সুরাইয়া’ বলে ডাকেন!’

 

পড়শী

ছোটবেলা থেকেই নাচের অভ্যাস। টিভি অনুষ্ঠানেও একাধিকবার নেচেছেন এই গায়িকা। তাঁর নাচ আলাদাভাবে চোখে পড়েছে ইমরানের সঙ্গে গাওয়া ‘জয় হবেই হবে’ গানটির ভিডিওতে। এতে ক্লাসিক্যাল একটি নাচ পরিবেশন করেন তিনি। ‘বড় একা’ গানটিতেও পড়শীর নাচ চোখে পড়েছে। আরও দু-একটি গানেও টুকটাক নেচেছেন। পড়শী বলেন, ‘মিউজিক ভিডিওতে নাচতে গিয়ে ভালোই লাগে। গায়িকাকে নাচতে দেখে শ্রোতারাও আনন্দ পায়।’

 

নদী

‘সেরাকণ্ঠ’ খ্যাত নদী দর্শক-শ্রোতাদের চমকে দেন ‘দেশি গার্ল’-এর ভিডিও দিয়ে। বলা যায়, এই ভিডিও দিয়েই নিজেকে নতুন করে চিনিয়েছেন তিনি। ওয়েস্টার্ন ধাঁচের এই গানের ভিডিওতে নদীর উপস্থিতি ছিল খুব আকর্ষণীয়। বিভিন্ন দৃশ্যে অভিনয়ের পাশাপাশি নেচেছেনও তিনি। সৌমিক কুণ্ডুর কথায় গানটির সুর-সংগীতায়োজন শওকত আলী ইমনের। ভিডিওটি পরিচালনা করেন গাজী শুভ্র। নদী বলেন, ‘এটা একটা পার্টি সং। স্টেজের জন্যও মানানসই। সবাই বলল, ভিডিওটিতে আমি নিজেই যদি নাচি তাহলে ভালো হবে। ভিডিওতে অংশ নেওয়া, নাচ করা সব মিলিয়ে অভিজ্ঞতাটা  ছিল দারুণ।’

 

বেলী

ভিডিওতে নাচের ক্ষেত্রে সর্বশেষ সংযোজন পাওয়ার ভয়েস খ্যাত বেলীর ‘হায়রে হায়রে’। ধরুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত এই গানের ভিডিওতে বেলীর নাচে মুগ্ধ তাঁর ভক্তরা! কবির বকুলের কথায় গানটির সুর-সংগীতায়োজন করেন শওকত আলী ইমন। ভিডিও নির্মাতা তানজিল আলম।

বেলী বলেন, ‘গানটি তৈরির পর ভিডিওর জন্য তানজিল ভাইয়ের সঙ্গে বসি। গানটিতে নাচতে হলে আমাকে অন্তত এক মাস প্র্যাকটিস করতে হবে। তা-ই করেছি। সবার প্রশংসা শুনে ভালো লাগছে।’

এ ছাড়া বর্তমানে আরও কিছু সংগীতশিল্পী মিডিয়াতে এসেছে, যারা গানের পাশাপাশি খুব ভালো নাচে। এরই মধ্যে তারা প্রশংসিতও হয়েছেন নানাভাবে।

সর্বশেষ খবর