বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

মিষ্টি মারিয়ার সাহিত্য পুরষ্কার

শোবিজ প্রতিবেদক

মিষ্টি মারিয়ার সাহিত্য পুরষ্কার

দোয়েল প্রকাশনী থেকে প্রকাশিত জীবনের প্রথম বই ক্যাটাগরিতে ‘কন্যা’ নামক বইটির জন্য আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেলেন মিষ্টি মারিয়া। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি চ্যানেল আইয়ে সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান, বিশিষ্ট শিশুসাহিত্যিক আমিরুল ইসলাম, নাট্যকার, অভিনেতা ও বিজ্ঞাপন নির্মাতা আফজাল হোসেন, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, গবেষক ও লেখক তাপস কর্মকার, সিটি ব্যাংকের কর্মকর্তা এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তি। মিষ্টি মারিয়া একজন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও উপস্থাপিকা। তার ব্যস্ততার মাঝে বই লেখা সবাইকে চমক লাগানোর মতো। মিষ্টি মারিয়া বলেন, ‘কন্যা’য় আছে মা ও মেয়ের ভালোবাসা। পরিবারে কি করে মেয়েরা জেন্ডার বৈষম্যের শিকার হয়। এখানে রয়েছে এক ভিন্ন স্বাদের যুদ্ধ। 

 

সর্বশেষ খবর