সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

মজনু একজন পাগল নহে

শোবিজ প্রতিবেদক

মজনু একজন পাগল নহে

উত্তরবঙ্গের একটি গ্রামের যুবক মজনু প্রাণপণে বোঝাতে চায় যে, পাগল নহে তবু গ্রামের লোক তাকে উত্তেজিত করে। মজনুদের গ্রামেরই ধনী ঘরের মেয়ে হোসনা। হোসনা ভালোবাসতে চায় মজনুকে। কিন্তু মজনু পাগল বিধায় হোসনা তাকে সহ্য করতে পারে না। এসবের মধ্য দিয়েই নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক মজনু একজন পাগল নহে। বৃন্দাবন দাসের রচনা ও সঞ্জিত সরকারের পরিচালনায় নাটকটি আরটিভিতে প্রচার হবে রবি, সোম ও মঙ্গলবার রাত ১০টায়। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, নিশা, আখম হাসান, ডা. এজাজুল ইসলাম, শাহনাজ খুশি, ছন্দা । 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর