মঙ্গলবার, ১৫ মে, ২০১৮ ০০:০০ টা

বিচারকের আসনে তারিন ও অপি

শোবিজ প্রতিবেদক

বিচারকের আসনে তারিন ও অপি

‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৮-এর এবারের আসরে বিচারকের আসনে ছিলেন নৃত্যশিল্পী তারিন ও অপি করিম। সঙ্গে আরও ছিলেন নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার কবিরুল ইসলাম রতন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। যথারীতি এবারের প্রতিযোগিতায় মোট ২৮টি বিষয়ে সর্বমোট ২৩৭টি পুরস্কার দেওয়া হবে বলে বাংলাদেশ শিশু একাডেমি সূত্রে জানা গেছে। গত ১৩ মে তারা তিনজন উপস্থিত থেকে সাধারণ নৃত্যর ক, খ ও গ বিভাগে অংশগ্রহণকারী প্রতিযোগীদের বিচারকার্য সম্পন্ন করেন। আর অংশগ্রহণকারীদের মধ্যেই বিজয়ীরা আজ রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন। আজ বিকাল ৪.৩০ মিনিটে রাজধানীর দোয়েল চত্বর সড়কে অবস্থিত ‘বাংলাদেশ শিশু একাডেমি’তে রাষ্ট্রপতি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। এই প্রসঙ্গে তারিন বলেন, ‘ছোট ছোট বাচ্চারা অনেক শ্রম দিয়ে কষ্ট করে এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সবাই এত চমৎকার পারফর্ম করে যে বিচারক হিসেবে অনেক সময় হিমশিম খেতে হয় কাকে বিজয়ী হিসেবে রাখব। অভিভাবকদের আমি বলতে চাই, এক সময় আমার মাও কষ্ট করেছেন আমার জন্য, আমিও কষ্ট করেছি। আমাদের সেই কষ্ট বৃথা যায়নি। আপনারা যারা এখন আপনার সন্তানদের জন্য কষ্ট করছেন, নিশ্চয়ই আপনাদের কষ্টও বৃথা যাবে না। আগামীতেও যেন এই চর্চার ধারাটা অব্যাহত থাকে, তাহলে আজকের শিশুরা নিজস্ব সংস্কৃতিতে নিজেকে বিকশিত করতে পারবে।’ অপি করিম বলেন, ‘যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছে, তারা নিঃসন্দেহে অনেক মেধাবী। কিন্তু নিজেদের মেধা সম্পর্কে তারা আসলে অবগত নয়, কারণ তারা খুব ছোট্ট। তাই অভিভাবকদের বলব, আপনারা আপনাদের শিশুর এই মেধাকে কাজে লাগিয়ে আগামী দিনে যেন আরও পরিসরে তাদের মেধাকে মূল্যায়ন করার সুযোগ সৃষ্টি করে দেন। কারণ তাদের মধ্যেই লুকিয়ে আছে আগামী  দিনের সম্ভাবনা।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর