শুক্রবার, ১৮ মে, ২০১৮ ০০:০০ টা

নির্মিত হলো ভাবনার ‘গুলনেহার’

শোবিজ প্রতিবেদক

নির্মিত হলো ভাবনার ‘গুলনেহার’

এ বছর একুশে বইমেলায় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার প্রথম উপন্যাস ‘গুলনেহার’ প্রকাশ হওয়ার পর থেকে শুরু হয় গুঞ্জন। আর তা হলো, এই উপন্যাস নিয়ে নির্মিত হতে যাচ্ছে একটি টেলিফিল্ম। অবশেষে অনিমেষ আইচ নির্মাণ করলেন এই টেলিফিল্মটি। গুলনেহার নামে এক বৃদ্ধার গল্প বলেছেন ঔপন্যাসিক ও অভিনেত্রী ভাবনা। সেটাই পর্দায় তুলে আনার দায়িত্ব নিয়েছেন অনিমেষ আইচ। ভাবনার ভাষায়, ‘আমার গুলনেহার জীবন্ত হয়ে উঠছে। এখন তাঁকে আমি সামনে দেখতে পাচ্ছি। এটা সত্যি আমার জন্য অন্য রকম অনুভূতি।’  টেলিছবিতে ‘গুলনেহার’ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী দিলারা জামান। এই বৃদ্ধার তরুণ বয়সী চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ভাবনাকেই। অনিমেষ আইচ বলেন, ‘ভাবনার উপন্যাসটি পড়ার পরপরই ভালো লেগে গিয়েছিল। তখনই মনে হয়েছিল ঈদে একটা অন্য রকম কাজ করব। কিছুদিন আগে আমি আর ভাবনা মিলে এটির চিত্রনাট্য করেছি। সব সময় তো আমরা তরুণদের নিয়ে ঈদের নাটক নির্মাণ করি। এবার একটু বয়স্ক মানুষের অনুভূতি নিয়ে করেছি। নাটকটি ঈদে প্রচারিত হবে বাংলাভিশনে। 

সর্বশেষ খবর