রবিবার, ১০ জুন, ২০১৮ ০০:০০ টা

ঢাকার মঞ্চে বাতিঘরের নতুন নাটক

শোবিজ প্রতিবেদক

ঢাকার মঞ্চে বাতিঘরের নতুন নাটক

ঢাকার মঞ্চে আবারও যুক্ত হলো নতুন নাটক। তারুণ্যনির্ভর সংগঠন ‘বাতিঘর’ নাট্যদলের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনোপলক্ষে বাংলাদেশ শিল্পকলার স্টুডিও থিয়েটার হলে এ নাটক মঞ্চস্থ হয়। দলটির দলীয় প্রধান মুক্তনীলের লেখা ও নির্দেশনায় নতুন নাটকটির নাম ‘রেড ক্লিফ্ট লাইন’ বা সুরঙ্গ। অভিনয় করেছেন অশ্রু, স্মরণ, শিশির ও সঞ্জয় হালদার। মিথ্যা অহমিকা আর ভোগদখলের জন্য আদিম যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত জাতিতে জাতিতে পারস্পরিক দ্বন্দ্ব চলে আসছে। বাতিঘর প্রযোজনার এ নাটকটি যেন সিস্টেমের খাঁচায় বন্দী আমার ভিতরের মানবিকতাকে একটা বড় ঝাঁকি মেরেছে। স্পর্শ করেছে হৃদয়কে। নাটকটি দেখতে উপস্থিত ছিলেন আহমেদ গিয়াস, চন্দন রেজা, ঠান্ডু রায়হান, গোলাম শাহরিয়ার সিক্ত, জয়িতা মহলানবিশ, আরিফুল ইসলাম, মামুনসহ বিভিন্ন নাট্যদলের সদস্য। 

সর্বশেষ খবর