বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮ ০০:০০ টা

সিক্রেট সুপারস্টার আরমান-টুম্পা

শোবিজ প্রতিবেদক

সিক্রেট সুপারস্টার আরমান-টুম্পা

‘অপরাধী’ গানের সূত্র ধরে যার নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তিনি আরমান আলিফ। এই গানের সুবাদে রাতারাতি তিনি হয়ে গেছেন সুপারস্টার। ঢাকা কমার্স কলেজে পড়াশোনা শেষ করা নেত্রকোনার ছেলে আরমান। এর আগে তার দুটি গান ইউটিউবে প্রকাশ পেলেও তিন নম্বর গান ‘অপরাধী’ দিয়েই তিনি এখন ইউটিউব কাঁপাচ্ছেন। এরই মধ্যে অংকুর মাহমুদ ফিচারিং আরমান আলিফের এই গানটি বাংলাদেশে ইউটিউব ইতিহাসের প্রায় সব রেকর্ড ভেঙে ফেলেছে। এই গান-ভিডিওটি ইউটিউবের গ্লোবাল র‌্যাঙ্কিংয়ের সেরা ১০০ গানের মধ্যে ৮০তম স্থানে অবস্থান করছে। ‘অপরাধী’ গানটি টেইলর সুইফটকেও পেছনে ফেলে দেয়। এটি বাংলা গানে অনন্য এক রেকর্ড, যা কখনো ঘটেনি। এই গানটি তৈরি হয়েছিল মাত্র ১৫ মিনিটে। গানটি অনলাইনে প্রকাশ হয় গত ২৬ এপ্রিল। গানটির ভিউ এখন ৭ কোটি ৩৮ লাখেরও বেশি। আলিফ নিজেই ব্যান্ডের জন্য গান লেখেন ও সুর করেন। শেখাটাও নিজে নিজে। গান নিয়ে তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। ভালোবাসা থেকেই তার গান লেখা ও সুর করা। তবে গানটির মাধ্যমে আরমান আলিফের নাম সর্বজন পরিচিত হলেও তার জনপ্রিয়তাকে ছাড়িয়ে গেছে আরেকজন। গানটি প্যারোডি করে ফেসবুকে প্রকাশ করেছিলেন টুম্পা খান সুমী নামের সংগীতপ্রেমী এক কিশোরী। পড়াশোনা করছেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে। তার কণ্ঠে এই গানটি রাতারাতি তুমুল জনপ্রিয়তা পায় এবং সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হয়। ভাইরাল হয় টুম্পার কণ্ঠে ‘পোলা ও পোলা রে তুই অপরাধী রে’ গানটি। মূল গানটি আরমানের হলেও গানটি কাভার করে লাইমলাইটে আসেন টুম্পা খান। এই কাভার করা গানটি মূল গানের চেয়েও বেশি জনপ্রিয় হয়। অন্যদিকে মিডিয়াও যেন হুমড়ি খেয়ে পড়েছে টুম্পা খানকে সাপোর্ট দিতে। ফেসবুকে ভাইরাল হওয়া টুম্পার এ গান এখন তরুণ-তরুণীদের মুখে মুখে। গিটার হাতে সাবলীলভাবে এ তরুণী গেয়েছেন ‘অপরাধী’র কাভারটি। সামাজিক মাধ্যমে পেয়ে গেছেন তারকাখ্যাতি। টুম্পার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা গানটি এরই মধ্যে দেখে ফেলেছেন লাখ লাখ মানুষ। তবে তার ইউটিউব চ্যানেল থেকে এই গানটি সরিয়ে ফেলা হয়েছে। তবে অনেকের মতে, যারই গান হোক না কেন, টুম্পার সাবলীল গায়কী ভঙ্গি এবং গানের কথাগুলোর কারণেই মূল গান থেকে টুম্পার কাভার ভিডিওটি বেশি জনপ্রিয় হয়েছে। এটাকে মেনে নিতেই হবে ভবিষ্যৎ ডিজিটাল প্রজন্মকে।

 

সর্বশেষ খবর