রবিবার, ২৪ জুন, ২০১৮ ০০:০০ টা

চলছে নূরের কমলা রকেট

শোবিজ প্রতিবেদক

চলছে নূরের কমলা রকেট

ঈদে মুক্তি পায় পিঁপড়াবিদ্যা-খ্যাত অভিনেতা নূর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’ ছবিটি। মুক্তির পর এই ছবিটি নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া দেখা যায়। ঈদে এই পর্যন্ত চারটি হল নিদিষ্ট হয়েছে—স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকব্লাস্টার, চট্টগ্রামের দিনার ও রাজিয়া সিনেমা হল। ছবিতে ব্যবসায়ী আতিকের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। আর দালাল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডোমেনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, আবু রায়হান রাসেল প্রমুখ। এরই মধ্যে ছবিটির দুটি চমৎকার গান প্রকাশ করা হয়েছে। একটি হলো অন্ধ গায়ক বাউল সুনীল কর্মকারের কণ্ঠে মনমাঝে গানটি। গানটির কথায় মহর্ষি মনমোহন দত্তের ও সুর ওস্তাদ আফতাব উদ্দিন খাঁর। অন্য গানটির নাম ‘মোমবাতি’। গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন মোহন শরীফ। ছবিটির সিনেমাটোগ্রাফার হিসেবে আছেন গোলাম মওলা নবীর এবং ভিডিও এডিটর সামির আহমেদ। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবির গল্পে কমলা রকেট নামক একটি স্টিমারের যাত্রীদের ঘিরে। গল্পে দেখা যাবে কমলা রকেট নামের স্টিমারে নিয়মিত সব প্যাসেঞ্জারের সঙ্গে উঠে পড়েছে আতিক নামের অনিয়মিত এক ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার। ক্লাসের রকম ভেদে সবাই সবার থেকে আলাদা। এ যেন ছোট এক বাংলাদেশ। কুয়াশায় আটকে যায় স্টিমার এবং চরে বেধে রকেটের খাবার সংকট দেখা দেয়। আতিকের স্টিমারের খাবার খাওয়ার অনীহা, আভিজাত্যের অহংকার কাম, ক্ষুধা, গন্ধের মতো আদিম জিজ্ঞাসায় ধীরে ধীরে টলে যেতে থাকে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর