বুধবার, ৪ জুলাই, ২০১৮ ০০:০০ টা

রবীন্দ্রনাথের ‘ল্যাবরেটরী’তে তারিন

শোবিজ প্রতিবেদক

রবীন্দ্রনাথের ‘ল্যাবরেটরী’তে তারিন

এবার রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ‘ল্যাবরেটরী’তে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তারিন। এই নাটকে আরও অভিনয় করেছেন সাজ্জাদ ও তিশা। মাসুম রেজার নাট্যরূপে হাসান রেজাউলের নির্দেশনায় এই নাটকের কাজ গত দুদিনে শেষ হয়েছে রাজধানীর অদূরে গাজীপুরের খতিব খামার বাড়িতে। ‘ল্যাবটেরী’ নাটকে তারিন অভিনয় করেছেন সোহিনী চরিত্রে এবং সাজ্জাদ রেবতি ভট্টাচার্য্য চরিত্রে, তিশা নীলা চরিত্রে। এই প্রসঙ্গে তারিন বলেন, ‘এই নাটকে আমি একজন পাঞ্জাবি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। আমাদের অনেক প্রতিকূলতা আছে, সময় স্বল্পতা আছে, বাজেট স্বল্পতা আছে। কিন্তু এতসব প্রতিকূলতা থাকার পরও যখন একটি ইউনিটের সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজটি করেন তখন আশা করতেই পারি যে, কাজটি ভালো হওয়া উচিত বা ভালো হবে।’

ইরফান সাজ্জাদ বলেন, ‘তারিন আপুর সঙ্গে এর আগে তিন-চারজন নির্মাতার নির্দেশনায় কাজ করেছি। তিনি এমন গুণী একজন শিল্পী। ‘ল্যাবরেটরী’ নাটকেও আমি আবার নতুন করে অনেক কিছুই শেখার সুযোগ পেলাম।’ নির্মাতা হাসান রেজাউল জানান রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে ‘ল্যাবরেটরী’ নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। 

সর্বশেষ খবর