বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮ ০০:০০ টা

তিন চরিত্রে রবীন্দ্রনাথের ‘মধ্যবর্তিনী’

শোবিজ প্রতিবেদক

তিন চরিত্রে রবীন্দ্রনাথের ‘মধ্যবর্তিনী’

আহমেদ হীরক খানের চিত্রনাট্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মধ্যবর্তিনী’ ছোটগল্পের শিরোনামেই ধারাবাহিক নির্মাণ করেছেন রাজু খান। রবীন্দ্রনাথ ঠাকুরের অসামান্য ছোটগল্পগুলোর মধ্যে ‘মধ্যবর্তিনী’ অন্যতম। মধ্যবর্তিনী গল্পের প্রধান তিনটি চরিত্র নিবারণ, হরসুন্দরী ও শৈলবালা। আর এই ধারাবাহিকে ইমরান, শাম্মী ও মৌ এই তিনটি চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সোহানা সাবা এবং শারমিন আঁখি। ইমরান ও শাম্মীর দাম্পত্যজীবন সুখের হওয়া সত্ত্বেও কোথায় যেন এক শূন্যতা ছিল। শাম্মী উপলব্ধি করে, এ ঘরের শূন্যতা একটা শিশু যা ধারণের সামর্থ্য তার নেই। সে তখন ইমরানকে আরেকটি বিয়ের জন্য তাড়া দিতে থাকে। প্রথম দিকে ইমরান অপারগতা প্রকাশ করে। কিন্তু এক সময় সে বিয়ে করতে রাজি হয়। মৌকে বিয়ে করে ঘরে তোলে। আরও আছেন শতাব্দী ওয়াদুদ, কল্যাণ করাইয়া, ডলি জহুর, নাবিলা ইসলাম। ৭৫ পর্বের এই ধারাবাহিকটি দীপ্ত টিভিতে প্রচার শুরু হবে ১৪ জুলাই থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা এবং রাত ৮টা ৩০ মিনিটে।

সর্বশেষ খবর