শিরোনাম
শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

সিনেমায় থাই খুদে ফুটবলারদের ঘটনা

শোবিজ ডেস্ক

সিনেমায় থাই খুদে ফুটবলারদের ঘটনা

প্রায় আঠার দিন গুহায় আটকে ছিল থাইল্যান্ডের ১২ কিশোর ও তাদের ফুটবল কোচ। শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে বন্দী অবস্থা থেকে তারা জীবিত ফিরলেও মারা পড়েছেন একজন উদ্ধারকর্মী। সারা বিশ্বের শত কোটি মানুষের দৃষ্টি ছিল এই অভিযানের দিকে। এ যেন সিনেমার গল্পকেও হার মানায়। আন্তর্জাতিক গসিপ ম্যাগাজিন ভ্যারাইটি জানাচ্ছে, পিউর ফ্লিক্স এন্টারটেইনমেন্ট নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান থাই বালকদের আটকে পড়ার ঘটনা নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছে। এজন্য তারা থাই কর্তৃপক্ষের কাছে অনুমতির জন্য আবেদনও করেছে। প্রতিষ্ঠানটির সিইও ম্যাট স্কট নিজে উপস্থিত ছিলেন উদ্ধার অভিযানে। এ ঘটনা প্রসঙ্গে তিনি হলিউড রিপোর্টারকে বলেছেন, ‘যে সাহস ও নায়কোচিত উদ্ধার অভিযান আমি স্বচক্ষে দেখেছি তা নিয়ে সিনেমা হওয়া উচিত। এটি করতে পারলে আমাদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে।’ এদিকে মঙ্গলবার ডিসকভারি চ্যানেল এই ঘটনার ওপর একটি ডকুমেন্টারি নির্মাণের ঘোষণা দিয়েছে। যেটি প্রচারিত হবে আসছে শুক্রবার।

ওয়াইল্ড বোয়ার্স ফুটবল দলের ১২ সদস্যকে নিয়ে গত ২৩ জুন ‘থাম লুয়াং নাং নন’ গুহা ভ্রমণে গিয়েছিলেন তাদের ২৫ বছর বয়সী কোচ। পরে বন্যার পানি বেড়ে গেলে তারা গুহার ভিতর আটকে পড়ে যায়। তাদের উদ্ধার করতে গিয়ে অক্সিজেন স্বল্পতায় মারা পড়েন সামান গুনান নামের থাই নেভি সিলের এক সদস্য।

সর্বশেষ খবর