রবিবার, ১৫ জুলাই, ২০১৮ ০০:০০ টা

রবীন্দ্রনাথের গল্পে সাবা

শোবিজ প্রতিবেদক

রবীন্দ্রনাথের গল্পে সাবা

ছকে বাঁধা নিস্তরঙ্গ জীবনে অসুস্থ শাম্মী সংসারে পূর্ণতা আনতে স্বামী ইমরানের আরেকটা বিয়ে দিয়ে নিয়ে আসে নতুন বউ; ভালোবাসার বদলে ঘৃণা, মমতার বদলে ছলনা দেওয়া নতুন বউ সন্তান নয়, শাম্মীদের উপহার দেয় ষড়যন্ত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদী গল্প মধ্যবর্তিনী থেকে অনুপ্রাণিত হয়ে এরকমই একটি গল্পে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘মধ্যবর্তিনী’। আহমেদ খান হীরকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাট্য নির্মাতা রাজু খান। নাটকে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা।  সাবা বলেন, ‘অনেক বছর ধরে কাজ করলেও আমার সিরিয়ালের সংখ্যা খুবই কম।  তেমনি একটা ভীষণ পছন্দের সিরিয়াল মধ্যবর্তিনী। মধ্যবর্তিনীতে কাজ করার সময়ই বুঝতে পারছিলাম চমৎকার একটি প্রোডাকশন হচ্ছে। কোনো কিছুতে কোনো কিছুর কার্পণ্য নেই, অসম্ভব ভালো স্ক্রিপ্ট, গল্প তো বটেই। সবকিছু মিলিয়ে চমৎকার একটা নাটক হয়েছে। আশা করছি নাটকটি ভালো লাগবে।’ গতকাল থেকে দীপ্ত টেলিভিশনে শনিবার-বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ও রাত ৮টা ৩০ মিনিটে নাটকটি প্রচার শুরু হয়েছে। 

সর্বশেষ খবর